পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায়।] মথিলিখিত সুসমাচার। S পুত্র যাকু ও যোহন নামে দুই ভ্রাতাকে পিতার সহিত নৌকার উপরে জাল সারিতে দেখিয় তাহাদিগকেও ২২ ডাকিলেন । তাহাতে তাহার। তৎক্ষণাৎ নৌকা ও আপনদের পিতাকে পরিত্যাগ করিয়। র্তাহার পশ্চাদগামী হইল । ২৩ পরে ভজনালয়ে উপদেশ দিতে ২, ও রাজ্যের সুসমাচার প্রচার করিতে ২, এবং লোকদিগের সর্বপ্রকার রোগ ও সৰ্ব্বপ্রকার পীড়া শান্তি করিতেই যীশু সমুদয় গালীল২৪ দেশে ভ্রমণ করিতে লাগিলেন । তাহাতে সমুদয় সুরিয়া দেশের মধ্যে র্তাহার সুখ্যাতি ব্যাপিল ; এবং ভূতগ্রস্ত ও মৃগীরোগী ও পক্ষাঘাতি প্রভৃতি যত পীড়িত লোক নানা প্রকার রোগেতে কষ্ট পাইতেছিল, ঐ সকলকে তাহার নিকটে আনিলে পর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন । ২৫ ইহাতে গালীল ও দিকপলি ও যিৰূশালম ও যিহুদা দেশহইতে এবং যদনের পারহুইতে বহুলোক তাহর পশ্চাৎ গমন করিল ৷ ৫ অধ্যায় । ১ খ্রীষ্টের উপদেশের আরম্ভ ৩ ও ধন্য লোকদের নির্ণয় ১৩ ও গ্রীষ্টের শিষ্য লবণ ও দীপ্তিস্বরূপ ইহার কথন ১৭ ও ব্যবস্থা সিদ্ধ করিতে স্ত্রীষ্টের অবতার ২১ ও বধ ও ক্রোধ করণে নিষেধ ২৭ ও পরদার করণে নিষেধ ৩৩ ও দিব্য করণে নিষেধ ৩৮ ও হিংসা করণে নিষেধ ৪৩ ও শত্ৰুগণের সহিত প্রেমের ব্যবস্থা । ১. অনন্তর তিনি লোকসমূহকে দেখিয়া পৰ্ব্বতের উপরে Z গিয়া বসিলেন। তখন শিষ্যেরা তাহার নিকটে আইলে পর তিনি তাহাদিগকে এই উপদেশ কথা কহিতে লাগিলেন। ৩ অভিমানশূন্য লোকের ধন্য, কেননা স্বৰ্গরাজ্যে তাহদের ৪ অধিকার। খিদ্যমান লোকেরা ধন্য, কারণ তাহারা সান্থন। ৫ পাইবে । নমুশীল লোকেরা ধন্য, কেননা তাহার। পৃথিবীতে ৬ অধিকার পাইবে । ধৰ্ম্মবিষয়ে ক্ষুধিত ও তৃষ্ণান্বিত লোকের 9 -