পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

めb〜8 লুকলিখিত সুসমাচার। [৪ অধ্যায়। কারণ র্তাহার কথা প্রবল হইল । তখন ঐ ভজনালয়ে ৩৩ অপবিত্র ভূতগ্রস্ত এক মনুষ্য ছিল ; সে চীৎকার শব্দ ৩৪ করিয়া কহিল, হে নাসরতীয় যীশু, আমাদিগকে থাকিতে দেও, তোমার সহিত আমাদের সম্পর্ক কি ? তুমি কি আমাদিগকে নষ্ট করিতে আইলা ? তুমি যে ঈশ্বরের পবিত্র লোক, তাহা অামি জানি । তখন যীশু তাহ!- ৩৫ কে ধম্‌কাইয়া কহিলেন, নীরব হও, এবং উহাহইতে বহির্গত হও ; তাহাতে সেই ভূত তাহাকে মধ্যস্থানে ফেলিয়া কিছু আঘাত না করিয় তাহাহইতে বহির্গত হইল । তাহাতে সকলে চমৎকৃত হইয় পরস্পর বলিতে লাগিল, ৩৬ এ কি ? ইনি প্রভাবে ও পরাক্রমেতে অপবিত্র ভূতদিগকে আজ্ঞা করিবণমাত্র তাহারা বহির্গত হয় । পরে ৩৭ চতুর্দিকস্থ দেশের সর্বত্র তাহার সুখ্যাতি ব্যাপিল । অনন্তর তিনি ভজনালয়হইতে বাহিরে আসিয়া শি- ৩৮ মোনের বাটীতে প্রবেশ করিলেন ; তখন শিমোনের শ্বশ্র জ্বরেতে তাত্যন্ত পীড়িত থাকতে শিষ্যেরা তাহার নিমিত্তে র্তাহাকে বিনতি করিল । তাহাতে তিনি ৩৯ তাহার নিকটে দাড়াইয়া জ্বরকে তর্জন করিবণমাত্র তাহার জ্বরত্যাগ হইল ; তাহাতে সে তৎক্ষণাৎ উঠিয়৷ তাহাদের সেবা করিতে লাগিল । পরে সূৰ্য্যাস্ত সময়ে আপনাদের যে সকল ব্যক্তি নানা ৪ • রোগেতে পীড়িত ছিল, লোকের তাহাদিগকে তাহার নিকটে আনিলে তিনি প্রত্যেক জনের গাত্রেতে হস্তণপণ করিয়। তাহাদিগকে সুস্থ করিলেন । তাহাতে ভূতগণ ৪১ অনেকহইতে বহির্গত হইয়। চীৎকার শব্দ করিয়া কহিল, তুমি ঈশ্বরের অভিষিক্ত পুত্র ; কিন্তু তিনি অভিষিক্ত ত্ৰাত, ইহা তাহারা জ্ঞাত ছিল, এ প্রযুক্ত তাহাদিগকে 184