পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為、ア○ লুকলিখিত সুসমাচার। [৫ অধ্যায় । নৌকাস্থিত সঙ্গিদিগকে আসিতে ইঙ্গিতে ডাকিলে তাহারা আসিয় মৎস্যেতে দুই নীেক এমন পূর্ণ করিল, যে নৌকা ডবিবার উপক্রম হইল । তখন শিমোন পিতর তাহ দেখিয়া যীশুর চরণে পড়িয়া কহিল, হে প্রভো, আমি পাপি মনুষ্য, আমার নিকটহইতে আপনি প্রস্থান করুন । কারণ জালে পতিত মৎস্যের বর্ণকেতে শিমোন ৯ ও তাহার সঙ্গির চমৎকৃত হইল, এবং শিমোনের সহ কারি সিবদিয়ের পুত্র যাকুব ও যোহন ইহারাও তদ্রুপ হইল । তখন যীশু শিমোনকে কছিলেন, ভয় করিও না, অদ্যাবধি তুমি মনুষ্যধারী হইবা । অনন্তর নীেক সকল কুলে আনিলে তাহারা সকলকে পরিত্যাগ করিয়া তাহার পশ্চাদগামী হইল । তদনন্তর যীশু কোন এক নগরে থাকিলে এক জন সৰ্ব্বাঙ্গ কুষ্ঠ তাহাকে দেখিয় তাহার নিকটে উবুড় হইয়। বিনতি পূর্বক বলিতে লাগিল, হে প্রভো, যদি আপনকার ইচ্ছা হয়, তবে আমাকে পরিষ্কত করিতে < পারেন । তখন তিনি হস্ত বিস্তার পূর্বক তাহার অঙ্গ স্পর্শ করিয়া কহিলেন, আমার ইচ্ছ। আছে, তুমি পরিস্কৃত হও; তাহাতে তৎক্ষণাৎ সে কুষ্ঠহহুতে মুক্ত হইল । পরে তিনি তাহাকে আজ্ঞা দিলেন, এই কথা কাহাকে না কহিয়া যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদিগকে আপন পরিস্কৃত হওনের প্রমাণ দিবার নিমিত্তে মূসার আজ্ঞানুসারে দান উৎসর্গ কর । তথাপি যীশুর সুখ্যাতি ততোধিক প্রকাশ পাইতে লাগিল, আর র্তাহার কথা শুনিতে এবং আপন২ রোগ হইতে মুক্তি পাইতে লোকসমূহের সমাগম হইল। পরে তিনি প্রান্তরে গিয়া প্রার্থনা করিলেন । 186 > y > R X \o X 8 > ○ × ×