পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। לb" ר ১৭ অপর এক দিবস যীশু উপদেশ দিতেছিলেন, ইতোমধ্যে গালীল ও যিহুদ প্রদেশের সমস্ত নগরহইতে এবং যিৰূশালমহইতে কতক ফিৰূশি লোক ও ব্যবস্থাপকের। আসিয়। র্তাহার নিকটে বসিল ; তৎকালে লোকদিগকে ১৮ সুস্থ করণেতে পরমেশ্বরের ক্ষমতা প্রকাশ পাইল । পরে কতক লোক এক জন পক্ষাঘাতিকে খট্টণতে লইয়৷ ১৯ যীশুর সম্মুখে আনিয়া রাখিতে চেষ্টা করিল ; কিন্তু জনতা প্রযুক্ত আনিবার কোন উপায় না পাইয়া গৃহের উপরে গিয়া ছাত খুলিয়া ঐ পক্ষাঘাতিকে খট্টার সহিত ২ - যীশুর সম্মুখে গৃহের মধ্যে নামাইল । তখন যীশু তাহদের এই ৰূপ বিশ্বাস দেখিয়া ঐ পক্ষাঘাতিকে কহি২১ লেন, হে মনুষ্য, তোমার পাপক্ষম হইল । তাহাতে অধ্যাপকের ও ফিন্ধশির। মনেই এমত বিতর্ক করিতে লাগিল, এই যে ব্যক্তি ঈশ্বরের নিন্দ করে, এ কে ? ঈশ্বর ২২ ব্যতিরেকে পাপের ক্ষমা করিতে কাহার সাধ্য ? তখন যীশু তাহদের এই প্রকার অনুভব বুঝিয়া তাহাদিগকে ২৩ কহিলেন, তোমরা মনে ২ কেন বিতর্ক করিতেছ ? তোমার পাপক্ষম হইল, কিয়া তুমি উঠিয়া চল, এ দুই২৪ য়ের মধ্যে কোন কথা কহা সহজ ? কিন্তু পৃথিবীতে পাপক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পার, (এই নিমিত্তে তিনি সেই পক্ষণঘাতিকে কছিলেন) উঠ, আপন শয্যা লইয়া গৃহে গমন ২৫ কর, আমি তোমাকে এই আজ্ঞা দিতেছি । তাহাতে সে তৎক্ষণাৎ উঠিয়া সকলের সাক্ষাতে আপন শয়নের শয্যা লইয়া ঈশ্বরের ধন্যবাদ করিতেই নিজ গৃহে চলি২৬ য়। গেল । তাহাতে সকলে বিস্ময়াপন্ন ও ভয়যুক্ত হইয়া, 187