পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ6 মথিলিখিত সুসমাচার। [৫ অধ্যায়। ধন্য, যেহেতুক তাহারা পরিতৃপ্ত হইবে । দয়ালু লোকেরা ৭ ধন্য, কেননা তাহার। দয়া পাইবে । নিৰ্ম্মলান্তঃকরণ লোকেরা ৮ ধন্য, যেহেতুক তাহারা ঈশ্বরের দর্শন পাইবে । মিলনকার- ৯ কেরা ধন্য, কারণ তাহারা ঈশ্বরের সন্তান বিখ্যাত হইবে । ধৰ্ম্ম প্রযুক্ত তাড়িত লোকেরা ধন্য, কেননা স্বৰ্গরাজ্যে তাহা- ১ • দের অধিকার। যখন মনুষ্যেরা আমার নাম প্রযুক্ত তোমা- ১১ দিগকে নিন্দ ও তাড়ন করে, এবং মিথ্যা করিয়া নানা মন্দ কথা বলে, তখন তোমরা ধন্য । সেই সময়ে তোমরা ১২ আনন্দ কর ও আহ্নাদিত হও, কেননা স্বগেতে প্রচুর ফল পাইবা তাহার তোমাদের পূর্বকালীয় ভবিষ্যদ্বক্তৃগণকেও এই মত তাড়না করিয়াছিল । তোমরা পৃথিবীর লবণস্বৰূপ, কিন্তু লবণের যদি লবণত্ব ১৩ যায়, তবে তাহ কি প্রকারে আস্বাদযুক্ত হইবে? তাহ কোন কার্য্যের যোগ্য না হওয়াতে কেবল বাহিরে ফেলিয়া দিবার ও মনুষ্যের পদতলে দলিত হইবার যোগ্য হয় । তোমরা ১৪ জগতের দীপ্তিস্বৰূপ ; পৰ্ব্বতোপরিস্থ নগর গুপ্ত হইতে পারে ন। আর মনুষ্যের প্রদীপ জ্বালিয়া কাঠার নীচে রাখে না, ১৫ কিন্তু দীপাধারের উপরেই রাখে ; তাহাতে সে দীপ গৃহস্থিত সকল লোককেই দীপ্তি প্রদান করে । তদ্রুপ মনুষ্যদের ১৬ সাক্ষাতে তোমাদের দীপ্তিও সপ্রকাশ হউক, তাহাতে তাহার তোমাদের সংক্রিয় দেখিয়া তোমাদের স্বৰ্গস্তু পিতার ধন্যবাদ করিবে । আমি ব্যবস্থা ও ভবিষ্যদ্বাক্যের লোপ করিতে আইলাম, ১৭ এমন অনুভব করিও না; তাহার লোপ করিতে আইলাম না,কিন্তু সফলতা করিতে আইলাম। আর আমি তোম- ১৮ দিগকে যথার্থ কহিতেছি, যে পর্যন্ত আকাশ ও পুথিবীর ধ্ৰুংস ন হইবে, তাবৎ সমস্ত সফল ন হইলে ব্যবস্থার এক 10