পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। 'సి' ১৭ পরে তিনি তাহদের সহিত পৰ্ব্বতহইতে নামিয় নিয় ভূমিতে গিয়া দাড়াইলেন ; তাহাতে তাহার শিষ্যসমূহ, এবং যিহুদা দেশ ও যিৰূশালম এবং সোর ও সীদোনের নিকটস্থ সমুদ্রের তীরহইতে লোকসমূহ আসিয়া র্তাহার বাক্য শ্রবণার্থে এবং রোগহইতে মুক্ত হওনের ১৮ নিমিত্তে র্তাহার নিকটে উপস্থিত হইল ; এবং অশুচি ১৯ ভূতগ্ৰন্তেরাও র্তাহার নিকটে আসিয়া সুস্থ হইল । এই ৰূপ ক্ষমতা প্রকাশ হওয়াতে তাবৎ লোক আসিয়া তাহাকে স্পর্শ করিতে যত্ন করিল, এবং তিনি সকলকে সুস্থ করিলেন । ২০ পরে তিনি শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, হে দরিদ্রেরা, তোমরা ধন্য, কেননা ঈশ্বরের রাজ্যে ২১ তোমাদের অধিকার । হে ইহকালে ক্ষুধিত লোকেরা, তোমরা ধন্য, কারণ তোমরা পরিতৃপ্ত হইবা ; হে ইহকালে রোদনকারি লোকেরা, তোমরা ধন্য, যেহেতুক ২২ তোমরা হাসিব । যখন লোকের মনুষ্যপুত্রের নাম প্রযুক্ত তোমাদিগকে ঘৃণা করিবে, এবং পৃথক করিয়া নিন্দ করিবে, এবং অধমের ন্যায় তোমাদিগকে অগপনাদের নিকটহইতে দূর করিবে, তখন তোমরা ধন্য । ২৩ সেই দিবসে উল্লাস কর, এবং আনন্দেতে নৃত্য কর, কেননা স্বর্গে প্রচুর ফল পাইবা ; তাহীদের পূর্বপুরুষে রাও ভবিষ্যদ্বক্তাদের প্রতি তদ্রুপ ব্যবহার করিয়াছিল । ২৪ কিন্তু হায়২ ধনি লোকেরা, তোমরা সুখ পাইলা । হায়২ ২৫ পরিতৃপ্ত লোকেরা, তোমরা ক্ষুধিত হইবা ; হায়ই ইহকালে হাস্যকারিরা, তোমাদের শোক ও রোদন করিতে ২৬ হইবে । তাবৎ লোক তোমাদের সুখ্যাতি করিলে তো 191