পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుఫ్చి লুকলিখিত সুসমাচার। [৩ অধ্যায় । মাদের সন্তাপ হইবে ; তাহদের পূর্বপুরুষের ভাক্ত ভবিষ্যদ্বক্তাদের প্রতি তদ্রুপ ব্যবহার করিয়াছিল । হে শ্রোতারা, আমি তোমাদিগকে কহিতেছি, তোমরা ২৭ শতুদিগের প্রতি প্রেম কর ; ও যাহার তোমাদিগকে ঘৃণা করে, তাহদের মঙ্গল কর । এবং যাহার তোম- ২৮ দিগকে শাপ দেয়, তাহাদিগকে আশীৰ্ব্বাদ দেও ; এবং যাহারা তোমাদিগকে নিন্দ করে, তাহদের নিমিত্তে প্রার্থনা কর । আর কেহ তোমার এক গালে চড় মা- ২৯ রিলে তাহার প্রতি অন্য গালও ফিরাইয়া দেও ; এবং কেহ তোমার গাত্রীয় বস্ত্র হরণ করিলে তাহাকে পরিধেয় বস্ত্রও লইতে বারণ করিও না । যে কেহ তোমার ৩০ কাছে যাজ্ঞা করে, তাহাকে দেও ; এরং যে তোমার সম্পত্তি লয়, তাহার কাছে চাহিও না । আর অন্যদের ৩১ হইতে আপনাদের প্রতি যে ৰূপ ব্যবহারের অপেক্ষ। কর, তোমরা তাহাদের প্রতি তদ্রুপ ব্যবহার কর । কেননা যাহারা তোমাদিগকে প্রেম করে, কেবল তা- ৩২ হাদিগকে প্রেম করিলে তোমাদের কি ফল ? পাপি লোকেরাও আপনাদের প্রেমকারিদিগকে প্রেম করে । আর যদি হিতকারিদিগের মাত্র হিত কর, তবেতে- ৩৩ মাদের কি ফল ? পাপিলোকেরাও তাদৃশ করে । এবং যাহাদের হইতে ঋণ (পরিশোধ) পাইবার আশা ৩৪ থাকে, কেবল তাহাদিগকেই ঋণ দিলে তোমাদের কি ফল ? পুনঃপ্রাপ্তির আশাতে পাপিলোকেরাও পাপি লোকদিগকে ঋণ দেয় । অতএব তোমরা শত্রুদিগকেও ৩৫ প্রেম কর, এবং পরের হিত কর, এবং পুনঃপ্রাপ্তির আশা না করিয়া ঋণ দেও ; তাহা করিলে তোমাদের বড় ফল হইবে, এবং তোমরা সৰ্ব্বোপরিস্থের সন্তান 192