পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So 8 লুকলিখিত সুসমাচীর । [৭ অধ্যায় । যায়, কণ্টক বৃক্ষহইতে কেহ ডুমুর ফল পাড়ে না, এবং শ্যাকুলের বৃক্ষহইতেও কেহ দ্রাক্ষ ফল পাড়ে না । ভা ল মনুষ্য আপন অন্তঃকরণৰপ ভাল ভাণ্ডারহইতে ভাল দ্রব্য বাহির করে ; এবং মন্দ মনুষ্য আপন অন্তঃকরণৰূপ মন্দ ভাণ্ডারহইতে মন্দ দ্রব্য বাহির করে ; যেহেতুক অন্তকরণের পুর্ণভাবানুসারে মুখহইতে বাক্য নিগত হয় । অপর আমার অভিজ্ঞ পালন না করিয়৷ আমাকে কেন প্রভূ২ করিয়া বল ? যে কেহ আমার নিকটে আসিয়। আমার কথা শুনিয়া তদনুসারে কৰ্ম্ম করে, সে কীহার সদৃশ হয়, তাহ তোমাদিগকে জানাই । যে ব্যক্তি গভীর খনন করিয়৷ পাষাণে ভিত্তি প্রস্তুত করিয়া আপন গৃহ নিৰ্ম্মাণ করে, এমন লোকের সহিত তাহার তুলনা হয় ; কেননা বন্যা আসিয়া তাহার মূলে বেগেতে স্রোত বহাইলেও সে গৃহ হেলাইতে পারে না ; কারণ তাহার ভিত্তি পাষাণের উপরে থাকে । কিন্তু যে কেহ আমার কথা শুনিয়া পালন না করে, সে পত্তন ব্যতিরেকে মৃত্তিকার উপরে গৃহ নিৰ্ম্মাণকারি লোকের সমান হয় ; কেননা বন্য আসিয়া তাহার মূলে বেগেতে সোত বহাইলে সে গৃহ পড়িয়া যায়, ও তাহার ঘোরতর পতন হয় ৷ ৭ অধ্যায়। ১ শতসেনাপতির দাসকে অসাক্ষাতে সুস্থ করণ ১১ ও বিধবার মৃত পুত্রকে প্রাণ দান ১৮ ও যোহনের প্রতি শ্রীষ্টের সম্বাদ ২৪ ও যোহনের বিষয়ে গ্রীষ্টের সাক্ষ্য ৩১ ও পাপি স্ত্রীর পাপক্ষম করণ। পরে তিনি লোকদের কর্ণগোচরে ঐ সকল উপদেশ সমাপ্ত করিয়া কফর্নাভূম নগরে প্রবেশ করিলেন । সেই 194 8 (£ 8 y, 8 * 8 b> 8 y > R.