পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায়।] লুকলিখিত সুসমাচার। సెరి ২২ ভূতগ্রস্ত অনেককে সুস্থ করিয়া, অন্ধকে চক্ষু দিয়া উত্তর করিলেন, তোমরা যাও, এবং এই যে সকল দেখিতেছ ও শুনিতেছ, তাহার সম্বাদ যোহনকে দেও ! দেখ, অন্ধের। দেখিতেছে, ও খঞ্জের চলিতেছে, ও কুষ্ঠির পরিষ্কৃত হইতেছে, ও বধিরেরা শ্রবণ করিতেছে, ও মৃতের `ਚੋਂ পিত হইতেছে, ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচার ২৩ হইতেছে ; এবং আমি যাহার বিঘুম্বৰূপ ন হই, সেই ধন্য । ২৪ যোহনের ঐ দূতগণ প্রস্থান করিলে পর তিনি যোহনের বিষয়ে লোকসমূহকে কহিতে লাগিলেন, তোমরা প্রান্তরের মধ্যে কি দেখিতে বাহিরে গিয়াছিলা ? কি বায়ুক২৫ ম্পিত নল ? তোমরা কি দেখিতে বাহিরে গিয়াছিলা ? কি সূক্ষবস্ত্র পরিহিত কোন মনুষ্যকে ? দেখ, যাহারা শুভ্ৰবর্ণ বস্ত্র পরিধান করে এবং উপাদেয় সামগ্ৰী ভোজন ২৬ করে, তাহার। রাজধানীতে থাকে । তবে তোমরা কি দেখিতে বাহিরে গিয়াছিলা ? কি এক জন ভবিষ্যদ বক্তাকে ? তাহাই বটে, বরঞ্চ সে ব্যক্তি ভবিষ্যদ্বক্তাহইতেও শ্রেষ্ঠ, ইহা আমি তোমাদিগকে কহিতেছি । ২৭ “দেখ, আমি আপন দুতকে তোমার অগ্রে প্রেরণ করি“লে সে তোমার অগ্ৰে যাইয়৷ পথ প্রস্তুত করিবে;” যাহার বিয়য়ে এই কথা লিখিত আছে, সে এই যোহন ৷ ২৮ অতএব তোমাদিগকে কহিতেছি, স্ত্রীলোকের গৰ্বজগত ভবিষ্যদ্বক্তৃগণের মধ্যে যোহন বাপ্তাইজকহইতে কেহই শ্রেষ্ঠ নহে ; তথাপি ঈশ্বরের রাজ্যে সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র ২৯ যে ব্যক্তি, সে তাহহেইতেও শ্রেষ্ঠ হয় ; আর লোক সকল ও করসঞ্চয়কারিবর্গ বাক্য শ্রবণ করিয়া যোহনের বাপ্তিস্মে বাপ্তাইজিত হইয় পরমেশ্বরকে নির্দোষ ক 197