পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.の8 লুকলিখিত সুসমাচার। [৮ অধ্যায় । নিমিত্তে লোকের বহির্গত হইল, এবং যীশুর নিকটে উপস্থিত হইয়া ভূতহইতে পরিত্যক্ত সেই মনুষ্যকে বস্ত্রন্বিত ও সচেতন মানুষের ন্যায় যীশুর চরণের নিকটে উপবিষ্ট দেখিয়া ভয় পাইল । এবং যাহার সে ভূত- ৩৬ গ্রস্ত মনুষ্যের সুস্থ হওনের বিষয় দেখিয়াছিল, তাহার তাহাদিগকে সমস্ত বিবরণ কহিল । পরে সেই গিদেরীয় ৩৭ প্রদেশের চতুর্দিকস্থ অনেক২ লোক অতি ত্ৰাসযুক্ত হইয় তাহাকে বিনয় করিয়া বলিল, আপনি আমাদের নিকটহইতে প্রস্থান করুন ; তাহাতে তিনি নীেকারোহণ করিয়া তথাহইতে ফিরিয়া গেলেন । তখন डूडझ्झेण्ड N○b一 পরিত্যক্ত মনুষ্য র্তাহার সঙ্গে থাকিতে প্রার্থনা করিল; কিন্তু তোমার নিমিত্তে ঈশ্বর কেমন মহৎ কৰ্ম্ম করিয়|ছেন, বাটীতে গিয়া তাহ জানাও, যীশু এ কথা কহিয়া তাহাকে বিদায় করিলেন । তাহাতে সে প্রস্থান করিয়া ৩৯ তাহার জন্যে যীশু কেমন মহৎ কৰ্ম্ম করিয়াছেন, তাহ। নগরের সর্বত্র প্রকাশ করিতে লাগিল । পরে যীশু ফিরিয়া আইলে লোকেরা তাহাকে গ্রাহ্য ক- ৪ • রিল, যেহেতুক তাহারা সকলে তাহার অপেক্ষাতে ছিল । অনন্তর যায়ীর নামে ভজনালয়ের এক জন অধ্যক্ষ ৪১ অগসিয়া যীশুর চরণে পড়িয়া আপন বাটতে অাসিতে র্তাহাকে বিনয় করিল ; কারণ তাহার দ্বাদশ বৎসরের ৪২ একটি কন্যামাত্র ছিল, সে মৃতকপা হইয়াছে। তাহাতে র্তাহার গমন সময়ে পথে লোকের তাহার উপরে চাপাচাপি করিল । এবং দ্বাদশ বৎসর প্রদর রোগগ্রস্ত ৪৩ এবং নানা বৈদ্যের নিকটে চিকিৎসা করাইয়। সৰ্ব্বস্ব ব্যয় করিয়া কাহারে দ্বারা সুস্থ হইতে পারে নাই, এ মন এক স্ত্রীলোক যীশুর পশ্চাদ্বদিগে আসিয় তাহার ৪৪ 20 !