পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象の○ লুকলিখিত সুসমাচার। [৯ অধ্যায় লেন, হে কন্যে, উঠ ; তাহাতে তাহার প্রাণ পুনশ্চ ৫৫ আগত হওয়াতে সে তৎক্ষণাৎ উঠিল । তখন তাহাকে কিছু আহার দিতে আজ্ঞা করিলেন । তাছাতে তাহার ৫৬ পিতা মাতা বিস্ময়াপন্ন হইল ; কিন্তু তিনি তাহাদিগকে আজ্ঞা করিলেন, এই কথা কাহাকেও কহিও না । ৯ অধ্যায় । ১ শিষ্যদিগকে প্রেরণ করণ ৭ ও খ্ৰীষ্টকে দেখিতে হেরোদের ইচ্ছা ১০ ও পাঁচ রুট ও দুই মৎস্যদ্বারা পাঁচ সহসু লোককে ভোজন করাওন ১৮ ও গ্রীষ্টের নির্ণয় ২৩ ও খ্রীষ্টের উপদেশ ২৮ ও তাঁহার মূৰ্ত্ত্যন্তর হওন ৩৭ ও ভূতগ্ৰস্ত বালককে সুস্থ করণ ৪১ ও নমু হওনের উপদেশ ৪৯ ও সকলের প্রতি অনুগ্রহ করণের আবশ্যকতা ৫১ ও শোমিরোণীয়দের দ্বারা স্ত্রীষ্টের অগ্রাহ্য হওন ৫৭ ও চঞ্চল লোকদের প্রতি গ্রীষ্টের উপদেশ কথা । পরে তিনি দ্বাদশ শিষ্যকে ডাকিয়া ভূতগণ ছাড়াইতে ১ এবং রোগের প্রতিকার করিতে তাহাদিগকে শক্তি ও কর্তৃত্ব দিলেন । আর ঈশ্বরের রাজত্বের সুসমাচার ২ প্রকাশ করিতে এবং রোগিদিগকে সুস্থ করিতে তাহদিগকে প্রেরণ করিবার সময়ে কহিলেন, যাত্রার নি- ৩ মিত্তে যষ্টি কিম্বা ঝুলী কিম্বা খাদ্য কিম্বা টাকা কিম্বা দ্বিতীয় বস্ত্র, ইহার কিছুই সঙ্গে লইও না । আর তো- ৪ মরা যে বাটীতে প্রবেশ কর, সেই স্থানে থাক ; পরে সেই স্থানহইতে প্রস্থান কর । তাহাতে যদি কোন লো- ৫ কেরা তোমাদিগকে অতিথি না করে, তবে সে নগরহইতে গমন সময়ে তাহদের বিরুদ্ধে প্রমাণার্থে তোমাদের পদধূলি ঝাড়িয়া দেও । পরে তাহার প্রস্থান ক- ৬ রিয়৷ সৰ্ব্বত্র সুসমাচার প্রকাশ করিত্রে এবং পীড়িতদিগকে সুস্থ করিতে গ্রামে২ ভ্রমণ করিতে গাগিল । 206