পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ] লুকলিখিত সমীচীর। 、の今 ৭ ইতোমধ্যে হেরোদ রাজা যীশুর সকল কৰ্ম্মের সংবাদ পাইয়া বড় উদ্বিগ্ন হইল । কারণ কোন২ লোক বলিল, ৮ যোহন কবরহইতে উঠিল ; আর কেহ২ কহিল, এলিয় দর্শন দিল ; এবং অন্য২ লোক বলিল, পূৰ্ব্বকালীয় ভা ৯ বিষ্যদ্বক্তৃগণের এক জন কবরহইতে উঠিল । হেরোদ কহিল, আমি যোহনের মন্তক ছেদন করিয়াছি, কিন্তু য - হার এমন কৰ্ম্মের সংবাদ পাইতেছি সে কে ? তাহাতে সে র্তাহাকে দেখিতে সচেষ্ট হইল । ১০ অনন্তর প্রেরিতের প্রত্যাগমন করিয়া যে সকল কৰ্ম্ম করিয়াছিল, তাহ যীশুকে কহিলে পর তিনি বৈৎসৈদ। নগরের (নিকটস্থ ) এক নিভূত স্থানে তাহাদিগকে গো১১ পনে লইয়া গেলেন । পরে লোকের তাহ জানিয়া তাহার পশ্চাৎ গমন করিলে তিনি তাহাদিগকে গ্রাহা করিয়া ঈশ্বরের রাজত্বের প্রসঙ্গ কহিলেন, এবং যাহাদের চিকিৎসাতে প্রয়োজন ছিল, তাহাদিগকে সুস্থ ১২ করিলেন । অপর দিব। অবসান হইলে দ্বাদশ শিয্য তাহার নিকটে আসিয়া কহিল, আমরা এখানে প্রান্তরস্থানে আছি, অতএব নগরে২ ও গ্রামে২ গিয়া বাসস্থান লইয়া খাদ্য দ্রব্য ক্রয় করিতে লোকসমূহকে বিদায় ১৩ করুন । তখন তিনি কহিলেন, তোমরাই তাহাদিগকে ভোজন করাও ; তাহাতে তাহারা বলিল, আমাদের নিকটে কেবল পীচ রুট ও দুই মৎস্য আছে, অতএব স্থানান্তরে যাইয়া এই লোকসমূহের নিমিত্তে খাদ্য দ্রব্য ক্রয় না করিলে হয় না ; যেহেতুক তাহারা প্রায় পঞ্চ ১৪ সহস্র পুরুষ ছিল । তখন তিনি শিষ্যদিগকে কহিলেন, ১৫ পঞ্চাশখ জন করিয়া তাহাদিগকে সারি২ বসাও । তা১৬ হাতে তাহারা তদনুসারে সকলকে বসাইলে পর তিনি 207