পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৮ লুকলিখিত সুসমাচার। [৯ অধ্যায় । সেই পাচ রুট ও দুই মৎস্য লইয়া স্বগের প্রতি দৃষ্টি করিয়া ঈশ্বরের গুণানুবাদ পূর্বক ভাঙ্গিয় লোকদিগকে পরিবেষণ করিতে শিষ্যদিগকে দিলেন । তাহাতে সক- ১৭ লেই ভোজন করিয়া তৃপ্ত হইল, এবং অবশিষ্ট খাদ্য কুড়াইলে বারো ডালি হইল । পরে এক দিন নির্জনে শিষ্যগণের সহিত প্রার্থনা ক- ১৮ রণ সময়ে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে ? তাহাতে তাহারা ১৯ কহিল, প্রায় সকলে বলে, তুমি যোহন বাপ্তাইজক ; কিন্তু কেহই বলে, তুমি এলিয় ; ও কেহই বলে, পূর্ব কালীয় ভবিষ্যদ্বক্তৃগণের এক জন কবরহইতে উঠিল । তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসিলেন, কিন্তু আমি কে, ২ • এ বিষয়ে তোমরা কি বল ? তাহতে পিতর উত্তর করিল, তুমি ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি । তখন তিনি ২১ তাহাদিগকে দৃঢ় আজ্ঞা দিয়া কহিলেন, এ কথা কাহকেও কহিও না । তিনি আরো কহিলেন, মনুষ্যপুত্রকে ২২ অনেক যন্ত্রণ ভোগ করিতে হইবে, এবং প্রাচীন লোক ও প্রধান যাজক ও অধ্যাপকগণ কতৃক অবজ্ঞাত হইয়। হত হইতে হইবে ; অণর তৃতীয় দিবসে কবরহইতে উঠিতে হইবে । অণর তিনি সকলকে কহিলেন, কেহ যদি আমার ২৩ পশ্চাদগামী হইতে বাঞ্ছা করে, তবে সে আপনাকে দমন করুক, এবং দিনেই আপন ক্রুশ তুলিয়া লইয়। আমার পশ্চাৎ আইসুক । কেননা যে কেহ নিজ প্রাণ রক্ষণ ২৪ করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে ; কিন্তু যে কেহ আমার নিমিত্তে প্রাণ হারায়, সে তাহ রক্ষা করিবে । এবং কেহ যদি সমুদয় জগৎ প্রাপ্ত হইয় আপন প্রাণ ২৫ 208