পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। రిసె ২৬ হারায় ও বিনষ্ট হয়, তবে তাহার কি লাভ ? আর যে কেহ আমাকে কিম্বা আমার কথাকে লজ্জাস্পদ । জ্ঞান করে, মনুষ্যপুত্র যখন আপনার ও পিতার এবং পবিত্র দূতগণের প্রভাবে আসিবেন, তখন তিনিও সেই ২৭ ব্যক্তিকে লজ্জাম্পদ জ্ঞান করিবেন । কিন্তু আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, ঈশ্বরের রাজত্ব না দেখিলে মৃত্যুর আস্বাদ পাইবে না, এই স্থানে দণ্ডায়মান ব্যক্তিদের মধ্যে এমন কএক লোক অাছে ৷ ২৮ এই প্রসঙ্গ কহনের পর প্রায় আট দিন বিলম্বে তিনি পিতরকে ও যোহনকে ও যাকুবকে সঙ্গে লইয়। ২৯ প্রার্থনা করণার্থে এক পৰ্ব্বতারোহণ করিলেন । পরে র্তাহার প্রার্থনা করণ সময়ে তাহার মুখের আকৃতি অন্যৰূপ হইল, এবং তাহার বস্ত্র উজ্জ্বল শুভ্রবর্ণ হইল । ৩• আর মূসা এবং এলিয় এই দুই জন তেজ বিশিষ্ট ৩১ দৃষ্ট হইয়া বিৰশালম নগরে তিনি যে মৃত্যু সাধন করিবেন, তদ্বিষয়ের কথাবার্তা তাহার সহিত করিতে লা৩২ গিল । কিন্তু পিতর ও তাহার সঙ্গির নিদ্রাকৰ্ষিত ছিল, পরে জাগৃত হইয় তাহার তেজ এবং তাহার সহিত ৩৩ দণ্ডায়মান সেই দুই জনকে দেখিল । পরে সে দুই জনের গমনকালে পিতর যীশুকে কহিল, হে গুরো, আমাদের এ স্থানে থাকা ভাল ; অতএব আপনকার জন্যে এক, ও মূসার জন্যে এক, ও এলিয়ের জন্যে এক, ' এই তিনটা কুটার নিৰ্ম্মাণ করি ; সে বিবেচনা না ক৩৪ রিয়া এ কথা কহিল । অপর এই কথা কহিবার সময়েতে এক মেঘ উপস্থিত হইয় তাহাদিগকে ছায়া করিল ; তাহাতে ঐ দুই জন তন্মধ্যে প্রবেশ করিলে তাহার। రోగి ৩৫ শঙ্কাযুক্ত হইল। তখন সেই মেঘহইতে এই আকাশ - 209