পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 R. মথিলিখিত সুসমাচার। [৫ অধ্যায় । পৰ্য্যন্ত পরিশোধ না করিলে তুমি তথাহইতে বাহিরে অণসিতে পাইবা না । আর, তুমি ব্যভিচার করিও না, এই যে কথা পূৰ্ব্ব- ২৭ কালীয় লোকদের দ্বারা উক্ত ছিল, তাহ তোমরা শুনিয়াছ । কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, কেহ যদি ২৮ কোন স্ত্রীর প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, তবে সে মনে২ তখনি ব্যভিচার করিল । অতএব তোমার দক্ষিণ চক্ষু ২৯ যদি বাধা জন্মায়, তবে ঐ চক্ষু উৎপাটন করিয়া দূরে ফেলিয়া দেও ; কেননা তোমার সমস্ত শরীরকে নরকে নিক্ষেপ করা অপেক্ষ বরঞ্চ তোমার এক অঙ্গের নাশ হওয়া ভাল। কিম্বা তোমার দক্ষিণ হস্ত যদি বাধা জন্মায়, ৩০ তবে ঐ হস্ত ছেদন করিয়া দূরে ফেল ; যেহেতুক সকল শরীরকে নরকে নিক্ষেপ করা অপেক্ষ এক অঙ্গের নাশ হওয়া ভাল । অণর উক্ত ছিল, ‘কেহ যদি আপন স্ত্রীকে পরিত্যাগ ৩১ করিতে চাহে, তবে সে তাহাকে ত্যাগপত্র দিউক। কিন্তু ৩২ আমি তোমাদিগকে কহিতেছি, ব্যভিচার দোষ না পাইয়। কেহ যদি আপন স্ত্রীকে পরিত্যাগ করে, তবে সে তাহাকে ব্যভিচার করায় ; এবং যে ব্যক্তি সেই ত্যক্ত স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে। পুনশ্চ তুমি কোন মিথ্যা দিব্য না করিয়া পরমেশ্বরের ৩৩ প্রতি আপন দিব্য পালন করিও, এই যে কথা পূৰ্ব্বকালীয় লোকদের দ্বারা উক্ত ছিল, তাহাও তোমরা শুনিয়াছ। কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি, কোন দিব্যই ক- ৩৪ রিও না, অর্থাৎ স্বৰ্গ লইয়া না, কেনন। সে ঈশ্বরের সিংহাসন ; এবং পৃথিবী লইয়। না, কেননা সে তাহার ৩৫ পাদপীঠ ; আর যিৰূশালম লইয়া না, কেননা সে মহা 12