পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যয় ।] লুকলিখিত সুসমাচার। * >> হইল না ; এবং তাহার আশয় কি, তাহাও জিজ্ঞাস। করিতে ভয় করিল ৷ ৪৬ পরে তাহদের মধ্যে কে শ্রেষ্ঠ হইবে, এই কথা লইয়৷ ৪৭ তাহারা পরস্পর বাদানুবাদ করিলে, যীশু তাহাদের মনের আশয় বুঝিয়। এক বালককে লইয়। আপনার নি৪৮ কটে রাখিয় তাহাদিগকে কহিলেন, যে ব্যক্তি আমার নামেতে এই বালককে অতিথি করে, সে অামাকে অতিথি করে ; এবং যে কেহ আমাকে অতিথি করে, সে আমার প্রেরণকৰ্ত্তাকে অতিথি করে ; তোমাদের মধ্যে যে ব্যক্তি সৰ্ব্বাপেক্ষ ক্ষুদ্র, সেই শ্রেষ্ঠ হইবে । ৪৯ অপর যোহন কহিল, হে প্রভো, তোমার নামেতে ভূতগণকে ছাড়াইতেছিল এমন এক জনকে দেখিলাম, কিন্তু আমাদের পশ্চাদগামী না হওয়াতে তাহাকে নি৫ ০ ষেধ করিলাম । তখন যীশু কহিলেন, তাহাকে নিষেধ করিও না, কেননা যে ব্যক্তি আমাদের বিপক্ষ নহে, সেই আমাদের সপক্ষ হয় । ৫১ অনন্তর তাহার স্বর্গারোহণের সময় প্রায় উপস্থিত ङ्ङ्केলে তিনি একান্ত মনে যিৰূশালমে যাত্রা করিতে স্থির ৫২ করিয়া অগ্ৰে দূতগণকে পাঠাইলেন । তাহাতে তাহার। যাইয় তাহার প্রয়োজনীয় দ্রব্য প্রস্তুত করণার্থে শো৫৩ মিরোণীয়দের এক গ্রামে প্রবেশ করিল । কিন্তু তিনি যিৰূশালম নগরে যাইতেছেন, এই জন্যে লোকের তা৫ ৪ হাকে অতিথি করিল না । অতএব যাকুব ও যোহন নামে র্তাহার দুই শিষ্য তাহ দেখিয়া বলিল, হে প্রভো, এলিয় যেমন করিয়াছিল, তদ্রুপ আমরাও কি আকাশহইতে অগ্নি নামিতে ও ইহাদিগকে ভস্ম করিতে তাঙ্ক। ৫৫ দিব ? তোমার ইচ্ছা কি ? কিন্তু তিনি মুখ ফিরাইয়। 21 1