পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২১৫ কটে এই সকল কথা প্রকাশ না করিয়া শিশুদের নিকটে প্রকাশ করিলা, এই নিমিত্তে তোমার ধন্যবাদ করিতেছি ; হে পিতঃ, এই মত হউক, কারণ ইহা তো২২ মার দৃষ্টিতে উত্তম । পিতাকর্তৃক আমার নিকটে সকলই সমৰ্পিত আছে ; আর পিতা ব্যতিরেকে কেহ পুত্রকে জানে না, এবং পুত্র ও যে জনের নিকটে পুত্ৰ পিতাকে প্রকাশ করেন, তাহাদের ব্যতিরেকে কেহই পিতাকে জানে না । - ২৩ পরে তিনি শিষ্যগণের প্রতি ফিরিয়া গোপনে কহিলেন, তোমরা যাহt২ দেখিতেছ, তাহ দর্শনকারিদের হ ৪ চক্ষু ধন্য । আমি তোমাদিগকে কহিতেছি, তোমরা যাহাই দেখিতেছ, তাহ অনেক ভবিষ্যদ্বক্তা ও ভূপতি দেথিতে ইচ্ছা করিলেও দেখিতে পাইল না ; এবং তোমরা যাহt২ শুনিতেছ, তাহ তাহারা শুনিতে চাহিলেও শুনিতে পাইল না । ২৫ অনন্তর এক জন ব্যবস্থাপক উঠিয় তাহার পরীক্ষা লইবার আশয়ে তাহাকে জিজ্ঞাসা করিল, হে উপদেশক, অনন্ত পরমায়ু প্রাপ্তির নিমিত্তে আমার কি কৰ্ত্ত২৬ ব্য ? যীশু উত্তর করিলেন, এ বিষয়ে ব্যবস্থাতে কি লে২৭ খা আছে ? তুমি কেমন পাঠ করিতেছ? তাহাতে সে কহিল, “তুমি আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণ ও “সমস্ত শক্তি ও সমস্ত চিত্তদ্বারা আপন প্রভু পরমেশ্বরেতে “প্রেম কর, এবং প্রতিবাসিতে আত্মতুল্য প্রেম কর।” ২৮ তখন তিনি কহিলেন, যথার্থ উত্তর করিলা; এই মত আ২৯ চার কর, তাহাতেই বাচিব। কিন্তু সে ব্যক্তি আপনাকে নির্দোষ করিয়া জানাইতে চাহিয়৷ যীশুকে জিজ্ঞাস ক৩০ রিল, তবে আমার প্রতিবাসী কে ? তাহাতে যীশু উত্তর 215