পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। 3. So ব্যস্ত হওয়াতে র্তাহার নিকটে আসিয়া কহিল, হে প্রভো, আমার ভগিনী কেবল আমার উপরে সকল কৰ্ম্মের ভার দিল, তাহাতে আপনি কি কিছু মনোযোগ করেন না ? অামার উপকার করিতে উহাকে আজ্ঞা ৪ ১ দিউন । তাহাতে যীশু উত্তর করিলেন, হে মর্থ, হে মর্থী, তুমি নানা বিষয়ে চিন্তিতা ও ব্যস্ত আছ ; কিন্তু ৪২ প্রয়োজনীয় এক বিষয়মাত্র অাছে । আর মরিয়ম যে উত্তম অংশ মনোনীত করিল, তাহা তাহাহইতে অপহৃত হইবে না । ১১ অধ্যায় । ১ প্রার্থনার বিষয়ে গ্রীষ্টের উপদেশ ১৪ ও গোঙ্গ ভূত ছাড়াওন ২৪ ও অশুচি ভূতের দৃষ্টান্ত ২৭ ও ধন্য লোকদের নির্ণয় ২৯ ও লোকদের কাছে গ্রীষ্টের প্রচার ৩৩ ও প্রদীপের দৃষ্টান্ত কথা ৩৭ ও ফিরশিদের প্রতি তাহার কথা ৪৫ ও ব্যবস্থাপকদের প্রতি গ্রীষ্টের কথা । ১ তদনন্তর তিনি কোন এক স্থানে প্রার্থনা করিলেন ; পরে সাঙ্গ হইলে তাহার এক শিষ্য র্তাহাকে কহিল, হে প্রভো, যোহন যেমন নিজ শিষ্যদিগকে প্রার্থন। করিতে উপদেশ দিত, আপনিও তদ্রুপ আমাদিগকে ২ উপদেশ দিউন । তাহাতে তিনি কহিলেন, প্রার্থনাসময়ে তোমরা এই কথা কহ ; “হে আমাদের স্বৰ্গস্থ পিতঃ, তোমার নাম পূজ্য হউক । তোমার রাজত্ব হউক ; আর তোমার ইচ্ছা স্বগেতে যেমন, তেমনি পৃথিবীতেও সফল ৩ হউক । আমাদের প্রয়োজনীয় আহার প্রতিদিন দেও । ৪ আর আমরা যেমন তাপন প্রত্যেক অপরাধিকে ক্ষম। করি, তদ্রুপ তুমিও আমাদের পাপ ক্ষম কর । আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দহইতে 217