পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২২৩ করিতে উদ্যত লোকদিগকেও প্রবেশ করিতে দিলা না । ৫৩ এই ৰূপ কথা কহনেতে অধ্যাপক এবং ফিৰূশিগণ অতি ৫ ও ক্রুদ্ধ হওয়াতে র্তাহার অপবাদ করণর্থে ছলেতে র্তাহার কথার ছিদ্র ধরিতে চেষ্টা করিয়া নানা প্রসঙ্গ করিতে তাহাকে অনেক প্রবৃত্তি দিতে লাগিল । ১ ২ অধ্যায় । ১ শিষ্যদের প্রতি গ্রীষ্টের উপদেশ ১৩ ও ধনি লোকের দৃষ্টান্তকথা ২২ ও চিন্তা করণে নিষেধ ৩৫ ও কর্মশীল হওনে উপদেশ ৪১ ও প্রভু ও দাসের দৃষ্টান্ত ৪৯ ও গ্রীষ্টের উপদেশের ফলের নির্ণয় ৫৪ ও কপটিদের প্রতি অনুযোগ ৫৮ ও তাহীদের প্রতি উপদেশ । ১ তৎকালে সহস্র২ লোক আসিয়া উপস্থিত হইলে এক জন অন্যের উপর চাপিয়া পড়িতে লাগিল ; তখন তিনি শিষ্যদিগকে কহিতে লাগিলেন, তোমরা ফিৰূশিবগের তাড়ীস্বৰূপ কণপট্য বিষয়ে বিশেষৰূপে সাবধান থাক ; ২ কেননা প্রকাশিত হইবে না, এমন আচ্ছন্ন কিছুই নাই; ৩ এবং জ্ঞাত হইবে না, এমন গুপ্ত কিছুই নাই । অন্ধকরে থাকিয় যে২ কথা কছিয়াছ, সেই সকল কথ। দীপ্তিস্থানে শুনা যাইবে ; এবং নির্জনে কর্ণে২ যাহ। কহিয়াছ, তাহা গৃহের ছাতহইতে প্রচারিত হইবে । ৪ আর হে বন্ধুগণ, আমি তোমাদিগকে কহিতেছি, যাহরা শরীরের বধ ব্যতিরেক আর কিছু করিতে পারে ৫ না, তাহাদিগকে ভয় করিও না । তবে কাহাকে ভয় করিতে হইবে তাহা বলি ; যিনি তোমাদিগকে বধ করিয়া নরকে নিক্ষেপ করিতে পারেন, তাহাকেই ভয় ক৬ র ; পুনশ্চ কহিতেছি, তাহাকেই ভয় কর । তার পাচ চটক পক্ষী কি দই পয়সাতে বিক্রীত হয় না ? তথাপি ৭ ঈশ্বর তাহার একটাকেও বিস্তৃত হন না । তোমাদের 223