পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*○。 লুকলিখিত সুসমাচার। [১৩ অধ্যায়। ইব্রাহীমকে ও ইসহাককে ও যাকুবকে এবং তাবৎ ভবিষ্যদ্বক্তৃগণকে ঈশ্বরের রাজ্য প্রাপ্ত, এবং আপনাদিগকে বহিস্কৃত দেখিয় তোমরা রোদন ও দন্তের ঘর্ষণ করিব। আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকহইতে লোকেরা ২৯ আসিয়া ঈশ্বরের রাজ্যে প্রবিষ্ট হইবে । দেখ, এই ৩০ ৰূপে পশ্চাতের অনেক লোক আগ্রে, এবং অগ্রের অনেক লোক পশ্চাতে পড়িবে । অপর সেই দিবসে কএক জন ফিৰূর্শী আসিয়া তা- ৩১ হাকে বলিল, বহির্গত হও, ও এস্থানহইতে প্রস্থান কর; হেরোদ তোমাকে বধ করিতে চাহে । তাহাতে তিনি ৩২ উত্তর করিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে এই কথা বল ; দেখ, অদ্য এবং কল্য ভূতগণকে ছাড়াইয়া রোগিদিগকে আরোগ্য করিয়৷ তৃতীয় দিবসে সিদ্ধ হইব। ত- ৩৩ ত্ৰাপি অদ্য ও কল্য ও পরশ্ব (এ স্থানে) আমাকে গতায়াত করিতে হইবে; যেহেতুক যিৰূশালমের বাহিরে কোন ভবিষ্যদ্বক্তা হত হইতে পারে না । হে যিৰূশালম, হে ৩৪ যিৰূশালম, তুমি ভবিষ্যদ্বক্তৃদিগকে বধ করিয়া থাক ; এবং আপনার নিকটে প্রেরিতগণকে প্রস্তরাঘাত করিয়া থাক ; যেমন কুকুট পক্ষের নীচে আপন শাবক সকলকে একত্র করে, তক্রপ আমিও তোমার সন্তান সকলকে একত্র করিতে কত বার ইচ্ছ। করিলাম, কিন্তু তোমরা সম্মত হইল না ! দেখ, তোমাদের আবাস ৩৫ উচ্ছিন্ন হইয়। পরিত্যক্ত হইবে ; আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, “যিনি পরমেশ্বরের নামে আসিতেছেন তিনি ধন্য, এমন কথা যে পৰ্য্যন্ত না বলিব, সে পয্যন্ত আমাকে আর দেখিতে পাইবা না । 232