পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২৩৩_ ১৪ অধ্যায় । ১ এক জন উদরিকে সুস্থ করণ ৭ ও নমু হওনের উপদেশ ১২ ও নিমন্ত্রণ করণের বিধি ১৫ ও মহাভোজের দৃষ্টান্ত ২৫ ও নানা উপদেশ কথা । ১ পরে বিশ্রামবারে যীশু প্রধান ফিন্ধশিদের এক জনের গৃহে ভোজন করিতে গমন করিলে তাহারণ র্তাহার ২ প্রতি কুদৃষ্টি করিতে লাগিল । তখন এক জলোদরী ৩ তাহার সম্মুখে উপস্থিত হইলে যীশু ব্যবস্থাপকগণকে ও ফিন্ধশিদিগকে জিজ্ঞাসা করিলেন, বিশ্রামবারে সুস্থ ৪ করা কর্তব্য কি না ? তাহাতে তাহার। নীরব থাকিলে তিনি তাহাকে ধরিয়া সুস্থ করিয়া বিদায় করিলেন ; ৫ ও তাহাদিগকে কহিলেন, তোমাদের কাহারও কোন গর্দভ কিম্বা বলদ যদি গর্তের মধ্যে পড়ে, তবে কি বিশ্রামবারে তৎক্ষণাৎ তাহাকে ধরিয়া তুলিব না ? ৬ তাহাতে তাহার। এ কথার কোন উত্তর দিতে পারিল না । ৭ অপর নিমন্ত্রিত লোকের প্রধান স্থান মনোনীত করিতেছে, তাহ দেখিয় তিনি তাহাদিগকে এই উপদেশ কথা কহিলেন, তুমি বিবাহাদি ভোজেতে নিমন্ত্রিত ৮ হইয়। প্রধান স্থানে বসিও না । কি জানি, তোমাহইতে অধিক মৰ্যাদাপন্ন কোন নিমন্ত্রিত লোক অা৯ ইলে নিমন্ত্রণকৰ্ত্ত আসিয়৷ এই মনুষ্যকে স্থান দেও, এমন কথা যদি বলে, তবে তুমি সঙ্কুচিত হইয়া ইতর ১ • স্থানে বসিতে উদ্যত হইব । অতএব নিমন্ত্রণে গেলে অপ্রধান স্থানে বসিও ; তাহাতে নিমন্ত্রণকৰ্ত্ত আইলে পরে বলিবে, হে বন্ধো, উচ্চতর স্থানে গিয়া বৈস ; এমন হইলে ভোজনোপবিষ্ট সকলের সাক্ষাতে সন্ত্রম ১ ১ পাইবা । যে কেহ আপনাকে উন্নত করে, তাহাকে নত 233