পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ÝÝ)ግ এমন এক পাপির নিমিত্তে স্বগেতে অধিক আনন্দ হয় । ৮ অণর দশ খান ৰূপার মধ্যে এক খান হরাইলে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাটি দিয় তাহার প্রাপ্তি পৰ্যন্ত যত্নপূৰ্ব্বক ৯ অন্বেষণ না করে, এমন কোন স্ত্রী অাছে ? অার পাইলে পর বন্ধু বান্ধব প্রতিবাসিগণকে ডাকিয়া কহে, হারাণ ৰূপাখান পাইলাম, অতএব আমার সঙ্গে আ|১০ নন্দ কর । তদ্রুপ আমি তোমাদিগকে কহিতেছি, এক . জন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দুতগণের মধ্যেও আনন্দ হয় । ১১ অপর তিনি কহিলেন, এক ব্যক্তির দুই পুত্র ছিল ; ১২ তাহার মধ্যে কনিষ্ঠ পুত্র পিতাকে কহিল, হে পিতঃ, তোমার যে সম্পত্তির অংশ পাইব, তাহ বিভাগ করিয়া দেও ; তাহাতে পিতা নিজ সম্পত্তি ভাগ করিয়৷ ১৩ তাহাদিগকে দিল । অলপ দিনের পর সেই কনিষ্ঠ পুত্ৰ সমস্ত ধন একত্র করিয়া লইয়া দূরদেশে প্রস্থান করিয়া ১৪ দুষ্টাচরণেতে সমস্ত সংস্থানই অপব্যয় করিল । তাহার সকল ধন ব্যয় হইলে পর সে দেশে মহাদুৰ্ভিক্ষ উপস্থিত হইল, তাহাতে তাহার দৈন্যদশা ঘটিতে লাগিল । ১৫ পরে সে যাইয়া তদেশীয় এক গৃহস্থের আশ্রিত হইলে সেই ব্যক্তি শূকরপাল চরাইতে তাহাকে মাঠে পাঠা১৬ ইয়া দিল । কিন্তু কেহ তাহাকে কিছু আহার না দেওয়াতে সে শূকরের খাদ্য খোসাদ্বারা উদর পূর্ণ করিতে ১৭ বাঞ্ছ। করিল। অবশেষে সে মনে২ চেতন পাইয়। কহিল, হায়, আমার পিতার নিকটে কত২ বেতনগ্রাহি দাস যথেষ্ট ও ততোধিক আহার পাইতেছে, কিন্তু আমি ১৮ ক্ষুধায় মরিতেছি । আমি উঠিয় পিতার নিকটে গিয়৷ এই কথা বলিব, হে পিতঃ, ঈশ্বরের এবং তোমার 237