পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.83. লুকলিখিত সুসমাচার। [১৭ অধ্যায়। স্থানের লোক ও স্থানে, কিম্বা ও স্থানের লোক এ স্থানে যাতায়াত করিতে পারে না । তখন সে কহিল, ২৭ হে পিতা, তবে বিনয় করিয়া বলি, আমার পিতৃগৃহে যে পাচ ভ্রাতা আছে, তাহারা যেন এই যন্ত্রণাস্থানে ২৮ না আইসে, এই পরামর্শ দিবার জন্যে তাহদের কীছে তাহাকে পাঠাইয়া দেও । তাহাতে ইব্রাহীম কহিল, ২৯ মূসার ও ভবিষ্যদ্বক্তৃগণের পুস্তক তাহাদের নিকটে আছে; তাহারা ঐ বচন মানুক । তখন সে নিবেদন করিল, হে ৩৩ পিতঃ ইব্রাহীম, তাহা নহে, কিন্তু যদি মৃত লোকদের কোন জন তাহদের নিকটে যায়, তবে তাহারা মন ফিরাইবে । তাহাতে ইব্রাহীম কহিল, তাহারা যদি মূসার ৩১ V3 ভবিষ্যদ্বক্তৃগণের বচন না মানে, তবে মৃত লোকদের কোন এক জন উঠিলেও তাহারা তাহার পরামর্শ মানিবে না । ১৭ অধ্যায় । ১ বিঘ্ন না জন্মাওনের উপদেশ ৭ ও প্রভু ও দাসের আচারের বিধি ১১ ও দশ জন কুষ্ঠিকে সুস্থ করণ ২০ ও ঈশ্বরের রাজজ্ঞের কথা ২২ ও গ্রীষ্টের আগমনের কথা । পরে যীশু শিষ্যদিগকে কহিলেন, বিঘ্ন অবশ্যই ঘটিবে, ১ কিন্তু যাহাদ্বারা বিঘ্ন ঘটিবে, তাহার সন্তাপ হইবে । এমন ব্যক্তি যদি এই ক্ষুদ্র প্রাণিদের মধ্যে এক জনেরও ২ বিঘ্ন জন্মায়, তবে গলদেশে যাতাবদ্ধ হইয়া সমুদ্রে নিক্ষিপ্ত হওয়া বরঞ্চ তাহার সৌভাগ্য হয় ; তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাক । তোমার ভ্রাতা যদি ৩ তোমার বিরুদ্ধে অপরাধ করে, তবে তাহাকে অনুযোগ কর ; তাহাতে সে যদি মন ফিরায়, তবে তাহাকে ক্ষমা কর । অার এক দিনের মধ্যে যদি তোমার বি- ৪ 242