পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। २ 8७) রুদ্ধে সাত বণর অপরাধ করে, কিন্তু সেই দিনে সাত বার আসিয়া বলে, আমি অপরাধ করিলাম, তবে তা৫ হাকে ক্ষমা কর । অপর প্রেরিতের প্রভুকে কহিল, ৬ আমাদিগের বিশ্বাসের বদ্ধি কর । তাহাতে প্রভু কহিলেন, যদি তোমাদের এক সর্ষপের মত বিশ্বাস হয়, তবে তুমি সমূলে উৎপাটিত হইয়া সমুদ্রে রোপিত হও, এ কথা ঐ ভুল্লুরবৃক্ষকে কহিলে সে তোমাদের আজ্ঞাदञ् छ्ङेट्द । - ৭ আর তোমাদের মধ্যে কণহারে দাস হাল বহিয়৷ কিম্বা পশু চরাইয়া ক্ষেত্রহইতে আইলে, ‘তুমি আইস, ভোজনে বৈস, সে কি এমন কথা তাহাকে বলিবে ? ৮ বরঞ্চ ‘আমার খাদ্য সামগ্ৰী প্রস্তুত কর, এবং আমি যাবৎ ভোজন পান করিব, তাবৎ কটিবন্ধন করিয়া পরিচর্য্য কর, পরে তুমিও ভোজন পান করিতে ৯ পাইবা, কি এমন কথা বলিবে না ? ঐ দাস প্রভুর আজ্ঞামত কৰ্ম্ম করিল, এই জন্যে প্রভু কি তাহার কাছে বাধিত হইল ? অামার এমন বোধ হয় না । ১ - এই প্রকারে নিৰূপিত তাবৎ কৰ্ম্ম করিলে পর তোমরা এই কথা বল, আমরা অযোগ্য দাস, আমাদের যাহ২ কৰ্ত্তব্য, তাহাইমাত্র করিলাম । ১১ অপর যিৰূশালমে যাত্রা করণ সময়ে তিনি শোমিরোণ ১২ ও গণলীল প্রদেশের মধ্যস্থান দিয়া গমন করিয়া কোন গ্রামের নিকটে আইলে দশ জন কুষ্ঠী তাহার সাক্ষাৎ ১৩ পাইয়া দূরে দাড়াইয়। উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হে ১ ৪ প্রভো যীশু, আমাদিগকে দয়া করুন । তাহাতে তিনি তাহাদিগকে দেখিয়া কহিলেন, তোমরা যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও ; তাহাতে তাহার 243