পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২৪৫ ২৬ অবজ্ঞাত হইতে হইবে । আর নোহের বর্তমান সময়ে ঘেৰূপ হইয়াছিল, মনুষ্যপুত্রের সময়েও তদ্রুপ হইবে । ২৭ ফলতঃ নোহের জাহাজারোহণ করিবার দিন পৰ্য্যন্ত যেমন লোকেরা ভোজন পান, এবং বিবাহ করণ ও বিবাহ দেওন, এই২ কৰ্ম্মেতে প্রবৃত্ত ছিল, কিন্তু জল২৮ প্রাবন উপস্থিত হইয়া সকলকে বিনষ্ট করিল ; এবং লোটের বর্তমান সময়েও যেমন লোকের ভোজন পান, ও ক্রয় বিক্রয়, এবং বৃক্ষ রোপণ ও গৃহ নিৰ্ম্মাণ কৰ্ম্মেতে ২৯ প্রবৃত্ত ছিল; কিন্তু যে দিনে লোট সিদোমহইতে বহির্গত হইল, তদিবসে আকাশহইতে সগন্ধক অগ্নি বর্ষিয়৷ ৩• সকলকে বিনষ্ট করিল, তদ্রুপ মনুষ্যপুত্রের প্রকাশ হও৩১ নের দিনেও হইবে । তদিনেতে ষে কেহ গৃহের ছাতের উপরে থাকে, সে গৃহের মধ্যস্থিত আপনার দ্রব্যাদি লইবার নিমিত্তে নীচে না নামুক ; এবং যে কেহ ৩২ ক্ষেত্রে থাকে, সেও ফিরিয়া না যাউক । লোটের স্ত্রীকে ৩৩ স্মরণে রাখ । যে জন প্রাণ রক্ষা করিতে চেষ্টা করিবে, সেই তাহা হারাইবে; আর যে জন প্রাণ হারাইবে, ৩৪ সেই তাহ রক্ষা করিবে । আমি তোমাদিগকে কহি তেছি, সেই রাত্রিতে দুই জন এক শয্যাগত হইলে তাহাদের এক জনকে ধরা যাইবে, এবং অন্য জনকে ৩৫ ত্যাগ করা যাইবে । আর 咬 স্ত্রী একত্র র্যাত পিষিলে তাহাদের এক জনকে ধর। যাইবে, এবং অন্যকে ত্যাগ ৩৬ করা যাইবে । এবং দুই পুরুষ ক্ষেত্রেতে থাকিলে, তাহাদের এক জনকে ধরা যাইবে, এবং অন্যকে ত্যাগ ৩৭ করা যাইবে । তখন তাহারা জিজ্ঞালিল, হে প্রভো, এমন কোথায় হইবে ? তাহাতে তিনি কহিলেন, যে স্থানে শব থাকে, সে স্থানেই গৃধ একত্র হয় । 245