পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ মথিলিখিত সুসমাচার l [৩ অধ্যায়। যে তোমার পিতা, তাহারি কাছে দেখায়, এই জন্যে ১৮ আপন মস্তকে তৈল মাখ, এবং মুখ প্রক্ষালন কর; তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি প্ৰকাশৰূপে তোমাকে ফল দিবেন । আর যে স্থানে কীট ও মর্চা ক্ষয় করে, এবং চোরের ১৯ সিদ্ধ কাটিয়া চুরি করিতে পারে, এমন পৃথিবীতে আপনাদের জন্যে ধন সঞ্চয় করিও না । কিন্তু যে স্থানে কীট ২০ ও মর্চা ক্ষয় করে না, এবং চোরেরাও সিঁধ কাটিয়া চুরি করিতে পারে না, এমত স্বগেতে ধন সঞ্চয় কর । কেননা ২১ যে স্থানে তোমাদের ধন, সেই স্থানে তোমাদের মন । চক্ষু শরীরের প্রদীপ ; অতএব তোমার চক্ষু যদি প্ৰসন্ন ২২ হয়, তবে তোমার সমুদয় শরীরই দীপ্তিময় হইবে । কিন্তু তোমার চক্ষু অপ্ৰসন্ন হইলে তোমার সমস্ত শরীরই ২৩ অন্ধকারময় হইবে ; অতএব যে দীপ্তি তোমাতে আছে, তাহা যদি অন্ধকার হয়, তবে সেই অন্ধকার কত বড় ! কোন মনুষ্য দুই কৰ্ত্তার সেবা করিতে পারে না ; যে- ২৪ হেতুক এক জনকে মন্দ বাসিয়া অন্য জনকে ভাল বাসে, কিম্বা একের প্রতি মনোযোগী হইয়া অন্যকে অবহেলা করে ; তেমনি তোমরাও ঈশ্বর এবং ধন, এ উভয়ের সেবা করিতে পার ন| 1 আর আমি তোমাদিগকে কহিতেছি, কি ভোজন পান ২৫ করিব ? ইহা বলিয়া প্রাণের বিষয়ে, এবং কি পরিধান করিব ? ইহা বলিয়া শরীরের বিষয়ে ভাবিও না ; ভক্ষ্যহইতে প্রাণ, ও বস্ত্রহইতে শরীর কি শ্রেষ্ঠ নয় ? আকাশের ২৬ পক্ষি সকলকে দেখ; তাহার বুনে ন ও কাটে না, এবং ভাণ্ডারে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বৰ্গস্থ পিতা তাহাদিগকে অণহার দিতেছেন ; তোমরা কি তাহ। 16