পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২৫১ ১১ পরে তিনি যিৰূশালমের নিকটে উপস্থিত হওয়াতে ঈশ্বরের রাজত্বের অনুষ্ঠান তখনি হইবে, লোকের এমন অনুভব করিতেছিল, এই কারণ তিনি শ্রোতাদিগকে ১২ এক দৃষ্টান্তকথা উত্থাপন করিয়া কহিলেন । কোন মহৎ লোক আপনার জন্যে রাজত্বপদ লইয়। ফিরিয়া আসি১৩ তে দূর দেশে গেলেন । যাত্রার সময়ে আপনার দশ জন দাসকে ডাকিয় দশ স্বর্ণমুদ্র। দিয়া, আমার আগ১৪ মন পৰ্য্যন্ত ব্যবসায় কর, এই আজ্ঞা দিলেন। কিন্তু র্তাহার প্রজারা তাহাকে ঘৃণা করিয়া ’ এমত মনুষ্যকে অমাদের উপরে রাজত্ব করিতে দিব না, এমন সংবাদ ১৫ তাহার নিকটে পাঠাইল । অনন্তর তিনি রাজত্বপদ প্র|প্ত হইয় প্রত্যাগমন করিলে পর প্রত্যেক জন ব্যবসায়দ্বারা কি প্রকার লাভ করিয়াছে, তাহ জানিবার নিমিত্তে, যে দাসদিগকে মুদ্রা দিয়াছিলেন, তাহাদিগকে ১৬ ডাকিয়৷ আনিতে অণজ করিলেন । তখন প্রথম ব্যক্তি আসিয়া কহিল, হে প্রভো, তোমার ঐ এক মুদ্রাদ্বারা ১৭ আর দশ মুদ্র লাভ হইল। তাহাতে তিনি কহিলেন, তুমি উত্তম দাস, অতি অল্প বিষয়েতে বিশ্বস্ত হইলা; এ ১৮ জন্যে তুমি দশ নগরের কৰ্ত্ত হও । পরে দ্বিতীয় জন আসিয়া কহিল, হে প্রভো, তোমার ঐ এক মুদ্রাদ্বার ১৯ পাঁচ মুদ্র লাভ হইল । তাহাতে তিনি তাহাকে কহি২ • লেন, তুমিও পাচ নগরের কৰ্ত্ত হও । পরে অন্য জন । আসিয়া কহিল, হে প্রভো, দেখ, আমি তোমার যুদ্র ২১ গামছাতে বান্ধিয়া রাখিয়াছি, এই লও । তুমি কঠিন লোক, যাহা রাখ নাই, তাহাই তুলিয়া লইয়া থাক, এবং যাহা বুন নাই, তাহাই কাটিয়া থাক; অতএব ২২ আমি তোমাহইতে ভীত হইলাম । তখন তিনি কহি 251 o