পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচীর । *○○ শাবককে খুলিবার সময়ে তাহার স্বামির বলিল, গর্দভ৩৪ শাবককে কেন খুলিতেছ ? তাহাতে তাহার কহিল, ৩৫ ইহাতে প্রভুর প্রয়োজন আছে । পরে তাহার। সেই গর্দভশাবককে যীশুর নিকটে আনিয় তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়৷ তদুপরি যীশুকে আরোহণ ৩৬ করাইল । পরে যাত্র করণ সময়ে লোকের পথিমধ্যে ৩৭ আপনাদের বস্ত্ৰ পাতিয়া দিতে লাগিল । আর জৈতুন পৰ্ব্বতহইতে অবরোহণের পথের নিকটে উপস্থিত হইলে শিষ্যসমূহ যীশুর পূর্বদৃষ্ট মহৎ কৰ্ম্ম সকল স্মরণ ৩৮ করিয়া, “যে রাজা প্রভুর নামে আসিতেছেন তিনি ধন্য, স্বগেতে কুশল এবং সর্বউচ্চেতে জয়ধৃনি হউক, এই কথা কহিয়া আনন্দ পূর্বক উচ্চৈঃস্বরে ঈশ্বরের ধন্যবাদ ৩৯ করিতে লাগিল। তখন লোকারণ্যের মধ্যহইতে কএক জন ফিৰশী ইহা শুনিয়া যীশুকে কহিল, হে উপদেশক, ৪ • আপনকার শিষ্যদিগকে অনুযোগ করুন । তাহাতে তিনি উত্তর করিলেন, আমি তোমাদিগকে কহিতেছি, উহার যদি নীরব হইয় থাকে, তবে প্রস্তর সকল হঠাৎ উচ্চৈঃস্বরে কথা কহিবে । ৪ ১ পরে তিনি নগরের সন্নিকটে আসিয়। তাহার প্রতি ৪২ অবলোকন করিয়া অশ্রুপাত পূর্বক কহিলেন, হায় ২ যদি তুমি পূর্বে বা তোমার এই দিনেতে নিজ মঙ্গলের উপলব্ধি পাইতা, (তবে উত্তম হইত;) কিন্তু এইক্ষণে তাহ। ৪৩ তোমার দৃষ্টির অগোচর হয় । তুমি আপন পরিত্রাণের সময়ের প্রতি মনোযোগ কর নাই, এই জন্যে যে কালে তোমার শত্রুবৰ্গ জাঙ্গাল বাধিয়া তোমার চতুৰ্দিগ বে৪ ৪ টন করিয়া অবরুদ্ধ করিবে, এবং বালকগণের সহিত তোমাকে এমত ভূমিসাৎ করিবে, যে তোমার মধ্যে এক 253