পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 & 8 লুকলিখিত সুসমাচার। ২০ অধ্যায়। খান প্রস্তর অন্য প্রস্তরের উপরে থাকিবে না, এমন কাল উপস্থিত হইবে । পরে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করিয়া তন্মধ্যস্থ ক্রয় বিক্রয়কারিদিগকে বাহির করিতে আরম্ভ করিয়া কহিলেন, “আমার গৃহ প্রার্থনা“গৃহ,” এই ৰূপ লিপি আছে, কিন্তু তোমরা তাহ। দসু্যর গহবর করিতেছ। পরে তিনি প্রত্যহ মন্দিরের মধ্যে উপদেশ দিতে লাগিলেন ; অনন্তর যাজকগণ ও অধ্যাপকবর্গ এবং প্রধান লোকের। তাহাকে নষ্ট করিতে চেষ্টা করিল ; কিন্তু তাহার উপদেশে লোক সকল নিবিষ্ট চিত্ত থাকাতে তাহার। তাহা করিতে কোন সুযোগ পাইল না । ২০ অধ্যায় । ১ প্রধান যাজকগণ ও অধ্যাপকদিগকে নিরুত্তর করণ ৯ ও দ্রাক্ষাক্ষেত্রের দৃষ্টান্ত ১৯ ও করের বিষয়ে মহাযাজক ও অধ্যক্ষগণকে নিরুত্তর করণ ২৭ ও কবর হইতে উত্থানের বিষয়ে সিদুকিদিগকে নিরুক্তর করণ ৪১ ও আপনার বিষয়ে অধ্যাপকদিগকে নিরুত্তর করণ। পরে এক দিবস যীশু মন্দিরের মধ্যে সুসমাচার প্রচার করিয়া লোকদিগকে উপদেশ দিতেছেন, এমত সময়ে প্রধান যাজকগণ ও অধ্যাপকবর্গ ও প্রাচীন লে৷কের তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কি ক্ষমতাতে এই সকল কৰ্ম্ম করিতেছ? আর তোমকেই ব। এমন ক্ষমতা কে দিল ? তাহা অামাদিগকে বল। তখন তিনি উত্তর করিলেন, আমিও তোম দিগকে এক কথা জিজ্ঞাসা করি; আমাকে তাহার উত্তর দেও। যোহনের বাপ্তিস্ম ঈশ্বরের কি মনুয্যের আজ্ঞাতে হইল ? তাহাতে তাহারা পরস্পর ইহা বিবেচনা করিতে লাগিল যদি ঈশ্বরের বলি, তবে তোমরা তাহাকে 254 8 (t 8 y) 8 8レー Nう 8 (t