পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৩ লুকলিখিত সুসমাচার। [২০ অধ্যায়। বধ করিল। তাহাতে সেই দ্রাক্ষাক্ষেত্রের কৰ্ত্তা তাহদের ১৬ প্রতি কি করিবেন ? তিনি আসিয়া ঐ কৃষকদিগকে সংহার করিয়া অন্যদের হস্তে ঐ ক্ষেত্র সমর্পণ করিবেন । এই কথা শুনিয়া কোন লোক কহিল, এমন ঘটনা যেন না হয় । কিন্তু যীশু তাহদের প্রতি অব- ১৭ লোকন করিয়া কহিলেন, তবে এই শাস্ত্রীয় বচনের তাৎপৰ্য্য কি, “গার্থকেরা যে প্রস্তর অগ্রাহ করিয়াছে, “তাহ কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল ?” আর ১৮ যে জন সেই প্রস্তরের উপরে পড়িবে, সে ভগ্ন হইবে, কিন্তু যাহার উপরে সেই প্রস্তর পড়িবে, তাহাকে ধূলিবৎ চূর্ণ করিবে । - তিনি আমাদের বিষয়ে এই দৃষ্টান্ত কথা কহিলেন, ১৯ ইহ বুঝিয়া প্রধান যাজকগণ ও অধ্যাপকবর্গ সেই সময়ে তাহাকে ধরিতে চেষ্টা করিল, কিন্তু লোকদিগকে ভয় করিল । অতএব তাহার প্রতি সতর্ক হইয়া কোন ২ • প্রকারে তাহার বাক্যের ছিদ্র ধরিয়া যেন তাহাকে দেশাধিপতির হস্তে ও শাসনেতে সমর্পণ করিতে পারে, এই অভিপ্রায়ে কএক জন সাধুবেশধারি চরকে তাহার নিকটে প্রেরণ করিল। তখন তাহার। তাহাকে জিজ্ঞাসা ২১ করিল, হে গুরো, আপনি প্রকৃত কথা কহিয়া সৎ উপদেশ দিতেছেন, এবং কাহারও মুখাপেক্ষ না করিয়া সত্য ৰূপে ঈশ্বরের পথ দেখাইতেছেন, ইহা অামর জানি । কৈসর রাজাকে রাজস্ব দেওয়া আমাদের ২২ কৰ্ত্তব্য কি না ? তিনি তাহদের খলতা বুঝিয়া কহি- ২৩ লেন, আমার পরীক্ষা কেন করিতেছ? অামাকে একটা সিকি দেখাও ৷ ইহাতে লিখিত এই মূৰ্ত্তি ও নাম কা - ২ ৪ হার ? তাহারা কহিল, কৈসরের । তখন তিনি কহি ২৫ 256