পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.@b〜 লুকলিখিত সুসমাচার। [২০ অধ্যায় । ইহা বলিয়। কবরহইতে মৃতদের উত্থানের প্রমাণ দেখাইয়াছে । যেহেতুক ঈশ্বর যিনি তিনি মৃত লোকদের ৩৮ ঈশ্বর নহেন, কিন্তু জীবৎ লোকদেরই ঈশ্বর ; র্তাহার নিকটে সকলেই জীবৎ আছে। ইহা শুনিয়া কএক জন ৩৯ অধ্যাপক কছিল, হে উপদেশক, আপনি বিলক্ষণ উত্তর দিলেন । এবং ইহার পর তাহাকে আর কোন প্রশ্ন ৪ ° জিজ্ঞাসা করিতে তাহদের সাহস হইল না । পরে তিনি তাহাদিগকে কহিলেন, খ্ৰীষ্ট যিনি তিনি ৪১ দায়ুদের সন্তান, এ কথা লোকের কেমন করিয়া বলে ? যেহেতুক দায়ুদ আপনি গীতপুস্তকে এই কথা কহি ৪২ য়াছে ? “ পরমেশ্বর আমার প্রভুকে কহিলেন, আমি “যাবৎ তোমার শত্ৰুগণকে তোমার পাদপীঠ না করি, ৪৩ “তাবৎ তুমি আমার দক্ষিণে বৈস।” অতএব দায়ুদ য ৪৪ দি তাহাকে প্রভু করিয়া বলে, তবে তিনি কি প্রকারে তাহার সন্তান হইতে পারেন ? পরে তিনি তাবৎ লো- ৪৫ কদের কর্ণগোচরে শিষ্যদিগকে কহিলেন, যাহারা দীর্ঘ ৪৬ পরিচ্ছদান্বিত হইয়। ভ্রমণ করিতে ভাল বাসে, এবং হাটে বাজারে লোকদের নমস্কার ও ভজনালয়ে প্রধান স্থান এবং ভোজনের সময়ে প্রধান আসন ভাল বাসে ; এবং বিধবাদিগের সর্বস্ব গ্রাস করিয়া ছলেতে দীঘ ৪৭ কাল প্রার্থনা করে, এমন যে অধ্যাপকেরা, তাহণদের বিষয়ে সাবধান হও ; তাহাদের ঘোরতর দণ্ড হইবে । ২১ অধ্যায় । ১ বিধবার দানের বিবরণ ৫ ও মন্দিরের বিনাশ বিষয়ে ভবিষ্যদ্বাক্য ১০ ও শিষ্যদের দুঃখের ভবিষ্যদ্বাক্য ২০ ও লোকদের দুঃখের ভবিষ্যদ্বাক্য ২৯ ও ডুমুর বৃক্ষের দৃষ্টান্ত ও উপদেশ ৩৭ ও গ্রীষ্টের গতায়াতের বিবরণ। 258