পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩০ লুকলিখিত সমীচীর । [২১ অধ্যায়। এই সকল ঘটনার পূৰ্ব্বে লোকেরা তোমাদের উপরে হস্তাপণ করিয়া তোমাদিগকে তাড়না করিবে, এবং ভজনালয়ে ও কারাগারে সমর্পণ করিবে; এবং আমার নামের নিমিত্তে তোমরা রাজা ও দেশাধ্যক্ষদের সম্মুখে আনীত হইবা । সাক্ষ্যের জন্যে এই সকল তোমাদের ১৩ প্রতি ঘটিবে । কিন্তু সে সময়ে কি উত্তর দিতে হইবে, ১৪ তাহার নিমিত্তে চিন্তা করিব না, ইহা মনে স্থির কর । আমি তোমাদিগকে এমত বাকপটুতা ও জ্ঞান দিব, যে ১৫ বিপক্ষেরা কোন উত্তর কি অণপত্তি করিতে পরিবে না । আর তোমরা পিতামাতা ও ভ্রাতৃগণ ও জ্ঞাতি ও বন্ধু- ১৬ গণ কর্তৃক পরহস্তে সমৰ্পিত হইবা; তাহাতে তোমাদের কাহাকে২ তাহারা বধ করাইবে । এবং তোমরা আ- ১৭ মার নাম প্রযুক্ত সকলের নিকটে ঘূণাস্পদ হইব। কিন্তু ১৮ তোমাদের মস্তকের একটি কেশও বিনষ্ট হইবে না ; অতএব ধৈর্য্যাবলম্বন করিয়া আপন ২ প্রাণ রক্ষ কর । ১৯ আর যিৰূশালম নগরকে সৈন্যসামন্তদ্বারা বেষ্টিত দে- ২ • খিলে তাহার উচ্ছিন্ন হইবার সময় যে সন্নিকট, ইছ। জানিবা । তখন যিহুদা দেশস্থ লোকেরা পৰ্ব্বতে পল- ২১ য়ন করুক, ও যাহারা (নগরের) মধ্যে থাকে, তাহার তন্মধ্যহইতে পলায়ন করুক, এবং যাহার পল্লীগ্রামে থাকে, তাহার। নগরের মধ্যে প্রবেশ না করুক ; কে- ২ ই নন। সমুচিত দণ্ড দেওনের ঐ সময় হইবে, তাহাতে (তদ্বিষয়ে) যে সকল লিখিত আছে, তাহ সফল হইবে। কিন্তু তৎকালে গৰ্ববতী ও স্তনদাত্রী স্ত্রীদিগের দুৰ্গতি ২৩ হইবে, যেহেতুক এই লোকদের উপরে কোপ ও দেশের মধ্যে বিষম দুৰ্গতি ঘটিবে। ফলতঃ তাহারা খড়গ ২৪ ধারেতে পতিত হইবে, এবং বন্দী হইয়। তাবৎ দেশে 260