পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ২৩১ নীত হইবে ; আর অন্যদেশীয়দের সম্পূর্ণ সময় উপস্থিত না হওন পৰ্য্যন্ত যিৰূশালম নগর তাহদের পদতলে ২৫ দলিত হইবে । এবং সুৰ্য্যে ও চন্দ্রে ও নক্ষত্রেতে লক্ষণাদি হইবে, এবং পৃথিবীস্থ তাবৎ দেশীয়দের দুঃখ ও ভাবনা, এবং সমুদ্রের ও তরঙ্গের তর্জন গর্জন হইবে । ২৬ এবং পৃথিবীতে ভাবি ঘটনার চিন্তা করিয়া মনুষ্যেরা। ভয়েতে মৃতকপ হইবে ; কেননা আকাশমণ্ডলের গ্ৰহগণ ২৭ বিচলিত হইবে । তখন পরাক্রমে ও মহাতেজেতে মেঘা২৮ রুঢ় মনুষ্যপুত্রকে আসিতে দেখিবে । কিন্তু এ সকল ঘটনার উপক্রম হইলে মুখ তুলিয়া উদ্ধৃদৃষ্টি করিও ; যেহেতুক তোমাদের মুক্তির সময় সন্নিকট হইবে । ২৯ অপর এই দৃষ্টান্ত কথা কহিলেন, দেখ, ডুম্বুরাদি বৃ৩০ ক্ষের নবীন পত্র দেখিলে গ্রীষ্মকাল সন্নিকট হইতেছে, ৩১ ইহা যেমন আপনারা জানিতে পার, তদ্রুপ এই সকল ঘটনার উপক্রম দেখিলে ঈশ্বরের রাজত্ব সন্নিকট, ইহাও ৩২ জানিও । আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, এই বর্তমান কালের লোকদের গত হওনের পূৰ্ব্বে সেই সকল ৩৩ ঘটিবে। আকাশের ও পৃথিবীর লোপ হইবে, তথাপি ৩৪ অামার কথার লোপ কখনো হইবে না । অতএব অসজত ভোজনে ও পানে কিম্বা সাংসারিক চিন্তাতে তোমাদের মন মত্ত হইয়। থাকিলে তোমাদের অনপেক্ষিত সময়ে সেই দিন যেন উপস্থিত না হয়, এই জন্যে ৩৫ আপনাদের বিষয়ে সাবধান হইয়া থাক । পৃথিবীস্থ সমুদয় লোকের পক্ষে সে দিন ফাদের স্বৰূপ উপস্থিত ৩৬ হইবে । তোমরা যেন এই ভাবি ঘটনা উত্তীর্ণ হইতে এবং মনুষ্যপুত্রের সম্মুখে দাড়াইতে যোগ্য হও, এ কারণ সাবধান হইয়। নিরন্তর প্রার্থনা কর । , 261