পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 ○8 লুকলিখিত সুসমাচার। [২২ অধ্যায় । আমার শরীরস্বৰূপ এই রুটী, আমাকে স্মরণ করিবার জন্যে ইহা ভোজন কর । অপর ভোজন সাঙ্গ হইলে ২ • তিনি তক্রপে পানপত্র লইয়া কছিলেন, তোমাদের নিমিত্তে পাতিত যে আমার রক্ত, তাহার দ্বারা স্থিরীকৃত নূতন নিয়মস্বৰূপ এই পাত্র । দেখ, যে ব্যক্তি আমাকে পরহস্তগত করিবে, সে আ- ২১ মীর সহিত ভোজনাসনে বসিতেছে । আর যে প্রকার ২২ নিৰূপিত আছে, তদনুসারে মনুষ্যপুত্রের গতি হইবে, তাহা সত্য ; কিন্তু যে ব্যক্তিদ্বারা তিনি পরহস্তগত হইবেন, তাহার সন্তাপ হইবে । তখন তাহদের মধ্যে ২৩ কোন জন এমন কৰ্ম্ম করিবে, তাহা তাহারা পরস্পর জিজ্ঞাসা করিতে লাগিল । আর তাহদের মধ্যে কোন জন শ্রেষ্ঠৰূপে গণিত হই- ২৪ বে, এই বিষয়েও তাছাদের বাদানুবাদ হইয়াছিল । এ- ২৫ কারণ তিনি কহিলেন, অন্যদেশীয়দের রাজবগ প্রজাদের উপরে কতৃত্ব করিয়া থাকে, এবং শাসনকর্তৃগণ ভূপালৰূপে বিখ্যাত হয়। কিন্তু তোমাদের মধ্যে তদ্রুপ ২৬ হইবে না ; তোমাদের মধ্যে যে জন শ্রেষ্ঠ হইবে, সে কনিষ্ঠের ন্যায় হউক ; এবং যে উপদেশক হইবে, সে সেবকের সদৃশ হউক । ভোজনোপবিষ্ট ব্যক্তি আর ২৭ পরিচারক, ইহাদের মধ্যে কে শ্রেষ্ঠ ? যে ভোজনে বসিতেছে, সে কি শ্রেষ্ঠ নহে ? কিন্তু আমি তোমাদের মধ্যে এক জন পরিচারকের ন্যায় অাছি । অণর তো- ২৮ মরা আমার পরীক্ষা সময়ে প্রথমাবধি অামার সঙ্গে রহিয়াছ, এ জন্যে পিতা যেমন আমার নিমিত্তে এক ২৯ রাজ্য নিৰূপণ করিয়াছেন, আণমিও তেমনি তোমাদের জন্যে এক রাজ্য নিৰূপণ করি ; তাহাতে তোমরা ৩ • 264