পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। ૨૭ જ নাকে অভিষিক্ত রাজা কহিতে, ও কৈসর রাজাকে কর প্রদান নিষেধ করিতে, ও রাজ্য বিপৰ্য্যয় করিতে প্রবৃত্ত ৩ এই ব্যক্তিকে পাইলাম । তখন পীলাত তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি যিহুদীয়দের রাজা ? তাহাতে ৪ তিনি উত্তর করিলেন, সত্য কহিতেছ। তখন পীলাত প্রধান যাজক প্রভৃতি লোকসমূহকে কহিল, আমি এই ৫ ব্যক্তির কোন দোষই পাইলাম না । তাহারা আরও সাহসী হইয়। কহিল, এ ব্যক্তি গণলীল অবধি এই স্থান পৰ্যন্ত সমুদয় যিহুদা দেশে তাবৎ লোককে উ৬ পদেশ করণপূর্বক কুপ্রবৃত্তি দিয়া আসিতেছে । তখন পীলাত গালীল প্রদেশের নাম শুনিয়া জিজ্ঞাসা করিল, ৭ এ ব্যক্তি কি গলীলীয় লোক ? তাহাতে তিনি যে হেরোদ রাজার অধিকারস্থ লোক, পীলাত ইহা অবগত হইয়া, যিৰূশালম নগরে হেরোদ রাজার সেই সময়ে ৮ থাকাতে তাহার নিকটে র্তাহাকে পাঠাইয়। দিল । তখন হেরোদ যীশুকে দেখিয়া বড় সন্তুষ্ট হইল, কেননা সে র্তাহার বিষয়ে অনেক২ সংবাদ শ্রবণ করাতে র্তাহার কোন আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখে, এই আশা করিয়া বহুকালাবধি ৯ তাহাকে দেখিতে প্রয়াস করিয়াছিল । তাহাতে সে র্তাহাকে অনেকহ কথ। জিজ্ঞাসা করিল ; কিন্তু তিনি তাহার ১ • কোন কথারই উত্তর দিলেন না । পরে প্রধান যাজকগণ ও অধ্যাপকবর্গ দণ্ডায়মান হইয়া সাহস পূর্বক তাহার ১১ অপবাদ করিতে লাগিল । এবং হেরোদ ও তাহার সেনাগণ র্তাহাকে হেয়ভান করিয়৷ বিদ্রুপভাবে রাজবস্ত্র পরিধান করাইয়া পুনৰ্ব্বার পালাতের নিকটে পাঠাইয়। ১২ দিল । পূৰ্ব্বে হেরোদের ও পীলাতের পরস্পর বৈরিভাব ছিল, किड़े ঐ দিনেতে উভয়েরই মিলন হইল । 269