পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। : ፃእ পল্লীগ্রামহইতে আগত শিমোন নামে এক কুরীণীয় ব্যক্তিকে ধরিয়া যীশুর পশ্চাৎ লইয়। যাইতে তাহার ২৭ স্বন্ধে ক্রুশ দিল । তাহাতে মহালোকারণ্যের মধ্যে অনেক স্ত্রী রোদন ও বিলাপ করিতেই যীশুর পশ্চাৎ ২৮ চলিল । কিন্তু তিনি ফিরিয়া তাহাদিগকে কহিলেন, ওগো যিৰূশালমের কন্যাগণ, তোমরা আমার নিমিত্তে রোদন না করিয়া আপনাদের এবং আপন২ সন্তানদের নিমিত্তে ২৯ রোদন কর। দেখ, যাহার। কখনো গৰ্ত্তবর্তী হয় নাই এবং স্তনপান করায় নাই, এমন বন্ধ্যাবর্গকে যে সময়ে ৩০ ধন্য২ বলিবে, সে সময় অসিতেছে । সেই সময়ে, “হে পৰ্ব্বতগণ, আমাদের উপরে পড়; হে উপপৰ্ব্বতগণ, আ|মাদিগকে ঢাকিয়া রাখ, এমন কথা লোকেরা বলিবে । ৩১ যেহেতুক সতেজ বৃক্ষে যদি এমন ঘটে, তবে শুষ্ক বৃক্ষে ৩২ কি না ঘটিবে ? ঐ সময়ে তাহারা বধ করণার্থে দুই অপরাধি ব্যক্তিকে র্তাহার সঙ্গে লইয়া গেল । ৩৩ অপর মাথাখুলী নামক স্থানেতে উপস্থিত হইয়। র্তাহাকে ক্রুশেতে বিদ্ধ করিল, এবং ঐ দুই অপরাধির এক জনকে তাহার দক্ষিণ পাশ্বে অন্য জনকে বাম ৩৪ পার্শ্বে ক্রুশে বিদ্ধ করিল । তখন যীশু কহিলেন, হে পিতঃ, উহাদিগকে ক্ষমা কর, কেনন। কি কৰ্ম্ম করিতেছে, তাহা ইহারা জানে না । পরে তাহার গুলিবাটদ্বার। ৩৫ তাহার বস্ত্র অংশ করিয়া লইল । সেই স্থানে লোকসমূহ দাড়াইয়া দেখিতেছিল, এবং তাহারা ও তাহদের শাসনকর্তারা তাহাকে বিজপ করিয়া কহিল, এ ব্যক্তি অন্য২ লোককে রক্ষা করিল ; যদি ঈশ্বরের মনোনীত অভিষিক্ত ত্ৰাত হয়, তবে এখন আপনাকে রক্ষা করুক। ৩৬ তদ্ভিন্ন সেনাগণ আসিয় তাহাকে অমুরস দিয়া পরি271