পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৭২ লুকলিখিত সুসমাচার । [ ২৩ অধ্যায় । হাসৰূপে বলিতে লাগিল, তুমি যদি যিহুদীয়দের রাজা ৩৭ হও, তবে আপনাকে রক্ষা কর । অার “এ যিহুদীয়দের N○bー রাজা, এই কথা যুনানীয় ও রোমীয় ও ইত্ৰীয় অক্ষরে লিখিত হইয়। র্তাহার মস্তকের উর্দুে স্থাপিত হইল । তখন ক্রুশে বিদ্ধ দুই অপরাধির মধ্যে এক জন তা- ৩৯ হাকে নিন্দ করিয়া বলিল, তুমি যদি অভিষিক্ত ত্ৰাত৷ হও, তবে আপনাকে ও আমাদিগকে রক্ষা কর । কিন্তু ৪ a অন্য জন তাহাকে অনুযোগ করিয়া কহিল, ঈশ্বরের প্রতি তোমার কি কিছুই ভয় নাই ? তুমিও সমান দণ্ডে আছে ; আমরা যোগ্য পাত্র, আপন২ কৰ্ম্মের ৪ ১ সমুচিত ফল পাইতেছি ; কিন্তু এই মনুষ্য কোন দোষ করে নাই । পরে সে যীশুকে কহিল, হে প্রভো, আ- ৪২ পনি স্বরাজ্যে প্রবেশ করণ সময়ে আমাকে স্মরণ করিবেন । তখন যীশু কছিলেন, তোমাকে যথার্থ কহি- ৪৩ তেছি, অদ্যই তুমি আমার সঙ্গে (পরলোকের) সুখস্থানে উপস্থিত হইবা । অপর দুই প্রহর বেলাবধি তৃতীয় প্রহর পর্যন্ত সু- ৪৪ র্যের তেজ অন্তৰ্হিত হওয়াতে সমুদয় দেশ অন্ধকারাবৃত হইল ; এবং মন্দিরের বিচ্ছেদবস্ত্র ছিড়িয়া দুই খান ৪৫ হইল । পরে যীশু উচ্চৈঃস্বরে কহিলেন, হে পিতঃ, ৪৬ আমার আত্মাকে তোমার হস্তে সমর্পণ করি ; এই কথা বলিয়া তিনি প্রাণত্যাগ করিলেন । তখন এই ৪৭ সকল ঘটনা দেখিয় শতসেনাপতি ঈশ্বরের ধন্যবাদ করিয়া কছিল, ইনি নিতান্ত সাধু মনুষ্য ছিলেন । এবং ৪৮ যত লোক দেখিতে আসিয়াছিল, তাহার। ঐ সমস্ত ঘটনা দেখিয়া বক্ষঃস্থলে করাঘাত করিয়৷ ফিরিয়া গেল । এবং যীশুর জ্ঞাতিবর্গ ও যে২ স্ত্রীলোক গালীলহইতে ৪৯ 272