পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায় ।] লুকলিখিত সুসমাচার। : ዓ(: ক্লিয়পা নামে এক জন উত্তর করিল, যিৰূশালম নগরে এ সময়ে যে সকল ঘটিয়াছে, কেবল তুমি প্রবাসী ১৯ হইয়া কি তাহার বৃত্তান্ত জান না? তিনি জিজ্ঞাসিলেন, কি ঘটনা ? তখন তাহার। বলিতে লাগিল, যীশু নামে যে নাসরতীয় ভবিষ্যদ্বক্ত৷ ঈশ্বরের এবং মনুষ্য সকলের সাক্ষাতে বাক্যেতে ও কৰ্ম্মেতে ক্ষমতাপন্ন ছি২০ লেন, র্তাহাকে আমাদের প্রধান যাজকগণ ও বিচারকৰ্ত্তারা যে ৰূপে ক্রুশে বিদ্ধ করাইয় তাহার প্রাণদণ্ড ২১ করাইয়াছে, তদ্বিষয়ক ঘটনা । কিন্তু যিনি ইসায়েল লোককে উদ্ধার করবেন, তিনিই ঐ ব্যক্তি, আমরা এমন আশা করিয়াছিলাম । সে যাহা হউক, ঐ সকল ২২ ঘটনা অদ্য তিন দিন হইল। অধিকন্তু আমাদের সঙ্গি কএক স্ত্রীলোক আমাদের আশ্চৰ্য্য জ্ঞান জন্মাইল ; তা২৩ হার প্রত্যুষে র্তাহার কবরে গিয়া তন্মধ্যে র্তাহার দেহ না পাইয়া ফিরিয়া আসিয়া কহিল, স্বর্গদূতগণের দর্শন পাইয়াছি; এবং দূতের বলিল, তিনি জীবৎ হইলেন। ২৪ তাহাতে আমাদের কেহ২ কবরস্থানে গমন করিলে তাহারাও সেই স্ত্রীলোকদের কথানুসারে দেখিল, কিন্তু ২৫ তাহার দর্শন পাইল না । তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবোধেরা, ও হে ভবিষ্যদ্বক্তৃগণোক্ত বণ২৬ ক্যে প্রত্যয় করিতে বিলম্বকারি লোকেরা, এই সমস্ত 質খভোগ করিয়া আপন বৈভব প্রাপ্ত হওয়৷ কি অভি২৭ ষিক্ত ত্রাতার উচিত নয় ? তাহাতে তিনি আরম্ভ করিয়া মূসা ও তাবৎ ভবিষ্যদ্বক্তার সর্বশাস্ত্রে আপিন বিষয়ের ২৮ লিখিত সকল প্রসঙ্গের ভাব বুঝাইয় দিলেন । পরে গন্তব্য গ্রামের নিকটে উপস্থিত হইলে তিনি অগ্রে যা ২৯ ইবার লক্ষণ দেখাওনেতে তাহারা সাধ্যসাধন করিয়া 275