পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

abr々 যোহনলিখিত সুসমাচার। [২ অধ্যায় । উৎপন্ন হইতে পারে ? তাহাতে ফিলিপ কহিল, আসিয়া দেখ । অপর যীশু আপনার নিকটে নির্থনেলকে অগসি- ৪৭ তে দেখিয়া কহিলেন, এই দেখ, এক জন নিষ্কপট প্রকৃত ইসায়েল লোক। তাহাতে নিখনেল কহিল, আপনি ৪৮ আমাকে কি ৰূপে চিনেন? যীশু উত্তর করিলেন, ফিলিপের ডাকিবার পুৰ্ব্বে যে সময়ে ডুমুরবৃক্ষের তলে ছিল, তখনি তোমাকে দেখিলাম। নির্থনেল কহিল, হে গুরো, ৪৯ আপনি নিতান্তই ঈশ্বরের পুত্র, আপনি ইস্রায়েল বংশের রাজা । তাহাতে যীশু কহিলেন, তোমাকে ডুমুর- ৫ • বৃক্ষের তলে দেখিলাম, আমার এই কথা প্রযুক্ত কি বিশ্বাস করিলা ? ইহাহইতেও আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখিবা । আরও কছিলেন, আমি তোমাদিগকে অতি যথার্থ ক- ৫ ১ হিতেছি, ইহার পরে তোমাদের দৃষ্টিতে মেঘদ্বার মুক্ত হইলে তথাহইতে মনুষ্যপুত্ৰ দিয়া ঈশ্বরের দূতগণকে নামিতে ও উঠিতে দেখিবা । ২ অধ্যায় । ১ গ্রীষ্টের প্রথম আশ্চর্য ক্রিয় ১২ ও কফর্ণাঙ্গুমে তাহার গমন ১৩ ও তাহার fষরুশালমে গমন ও মন্দিরের পরিষ্কার করণ ১৮ ও আপন মৃজু ও উত্থানের বিষয়ে ভবিষ্যদ্বাক্য ২৩ ও তাহার আশচর্য্য ক্রিয়াদ্ধারা অনেকের বিশ্বাস করণ। পরে তৃতীয় দিবসে যীশুর মাতা এক বিবাহের উপ- ১ < লক্ষ্যে গলীিল প্রদেশীয় কান্না নামক নগরে ছিল । এবং সেই বিবাহেতে যীশুর এবং তাহার শিষ্যগণের ২ নিমন্ত্রণ হইল । পরে দ্রাক্ষারসের আকুলান হওয়াতে ৩ যীশুর মাতা তাহাকে কহিল, ইহাদের দ্রাক্ষারস নাই । তখন তিনি তাহাকে কহিলেন, হে নারি, আমার সহিত ৪ তোমার বিষয় কি ? আমার সময় এখন উপস্থিত হয় 282