পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] যেছিনলিখিত সুসমাচার। *レーN) ৫ নাই । তাহতে র্তাহার মাতা দাসদিগকে কহিল, ইনি ও যাহ। বলেন, তাহাই কর । সেই স্থানে যিহুদীয়দের শুচি করণ ব্যবহারানুসারে দুই তিন মোন জল ধরে, ৭ এমন ছয়ট প্রস্তরের জাল ছিল । অপর যীশু সেই তাবৎ জালায় জল পূর্ণ করিতে তাহাদিগকে আজ্ঞা করিলে তাহারা প্রত্যেক জালা কাণ পৰ্যন্ত জলেতে ৮ পরিপূর্ণ করিল । পরে তাহাহইতে কিছু ঢালিয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাইতে তিনি দাসদিগকে ৯ আজ্ঞা করিলে তাহার। তাহ লইয়৷ গেল । আর যে জল দ্রাক্ষারস হইল, তাহা কোথাহইতে আইল, ইহা জলবাহক দাসের জানিল ; কিন্তু সে ভোজধ্যক্ষ না জানিয়। তাহার আস্বাদন করিলে পর বরকে সম্বোধন ১ • করিয়া কহিল, সকল লোক প্রথমে উত্তম দ্রাক্ষারস দেয়, এবং যথেষ্ট পান করিলে পর তাহাহইতে কিছু মন্দ দেয় ; কিন্তু তুমি এখন পর্যন্ত উত্তম দ্রাক্ষারস ১১ রক্ষা করিলা । এই ৰূপে যীশু গলীল প্রদেশের কান্না নগরে আশ্চৰ্য্য কৰ্ম্মের আরম্ভ করিয়৷ নিজ মহিম। প্রকাশ করিলেন ; তাহাতে শিষ্যেরা র্তাহাতে বিশ্বাস করিল ৷ ১২ পরে তিনি আপনার মাতা ও ভ্রাতৃগণ ও শিষ্যবর্গের সহিত কফর্ণহমে গমন করিলেন, কিন্তু সে স্থানে বিস্তর d、 দিন থাকিলেন না । ১ ৩ তদনন্তর যিহুদীয়দের নিস্তারপর্ব সন্নিকট হওয়াতে ১ ৪ যীশু যিৰূশালম নগরে গমন করিলেন । তাহাতে মন্দিরের মধ্যে গে। মেষ কপোত ব্যাপারিদিগকে এবং বণি১৫ কদিগকে উপবিষ্ট দেখিয়া রজজু দ্বারা এক গাছ কশ৷ নিৰ্ম্মাণ করিয়া তাবৎ গে৷ মেষের সহিত তাহাদিগকে 283