পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ও অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। abr@ ৩ অধ্যায় । ১ নীকদমের প্রতি গ্রীষ্টের উপদেশ কথা ২২ ও যোহনের বাপ্তিস্থম ২৫ ও গ্রীষ্টের বিষয়ে যোহনের সাক্ষ্য । ১ অপর নীকদীম নামে যিহুদীয়দের অধ্যক্ষ এক জন ২ ফিকশী রাত্রিকালে যীশুর নিকটে আসিয়া কহিল, হে গুরো, আপনি যে ঈশ্বরহইতে আগত এক উপদেশক, ইহা আমরা জানি ; কেনন। আপনি যে আশ্চৰ্য্য কৰ্ম্ম করেন, ঈশ্বরের সাহায্য ব্যতিরেক কেহ এমন কৰ্ম্ম ৩ করিতে পারে না । তখন যীশু উত্তর করিলেন, আমি তোমাকে অতি যথার্থ কহিতেছি, পুনর্জন্ম ন হইলে কোন মনুষ্যই ঈশ্বরের রাজ্য দর্শন করিতে পারে না । ৪ তাহাতে নীকদম প্রত্যুত্তর করিল, মনুষ্য বৃদ্ধ হইয়। কেমন করিয়৷ জন্মিবে ? সে কি আরবার মাতার উদরে ৫ প্রবিষ্ট হইয়া জন্মিতে পারে? যীশু কহিলেন, আমি অতি যথার্থ কহিতেছি, জলস্বৰূপ যে আত্মা, তাহহেইতে মনুষ্য পুনর্জাত ন হইলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ ক৬ রিতে পারে না । মাংসহইতে যে জন্মে, সে মাংসই ; ৭ এবং আত্মাহইতে যে জন্মে, সে আত্মাই ! তোমাদিগকে পুনর্জত হইতে হইবে, আমার এই কথাতে আশ্চৰ্য্য ৮ জ্ঞান করিও না । বায়ু যে দিগে ইচ্ছা করে, সেই দিগেই বহে, এবং তাহার শব্দ শুনিতে পাও; কিন্তু সে কোথাহইতে আইসে, আর কোথাই বা যায়, তাহ। কিছুই জান না ; তজপ আত্মাহইতেই প্রত্যেক মনুষ্যের ৯ জন্ম হয় । তখন নীকদীমঃ জিজ্ঞাসিল, ইহা কি প্রকারে ১ • হইতে পারে? যীশু উত্তর করিলেন, তুমি ইসায়েলের ১ ১ এক গুরু হইয়াও কি এ কথা জান না ? তোমাকে অতি যথার্থ কহিতেছি, আমরা যাহা জানি তাহ বলি, এবং 285 .