পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ মথিলিখিত সুসমাচার। [৮ অধ্যায়। সেই গৃহে লাগিলেও পাষাণের উপরে তাহার ভিত হওন প্রযুক্ত সে পড়ে না । কিন্তু যে কেহ আমার এই সকল ২৬ কথা শুনিয়া পালন না করে, বালুকার উপরে গৃহনিৰ্ম্মাণকারি অজ্ঞানের সহিত তাহার উপমা দি । কেনন। ২৭ বৃষ্টি বর্ষিয় বন্য আসিয়া বায়ু বহিয়৷ সেই গৃহে লাগিলে সে পড়িয়া যায়, ও তাহার ঘোরতর পতন হয় । যীশু এই সকল বাক্য সাঙ্গ করিলে লোকেরা তাহার ২৮ উপদেশে আশ্চৰ্য্য জ্ঞান করিল ; যেহেতুক তিনি অধ্যা- ২৯ পকগণের ন্যায় তাহাদিগকে উপদেশ দিলেন না, কিন্তু ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় দিলেন । ৮ অধ্যায় । ১ কুষ্টির সুস্থ করণ ৫ ও শতসেনাপতির দাসকে সুস্থ করণ ১৪ ও পিতরের শ্বশ্ৰুকে সুস্থ করণ ১৬ ও বহু লোককে সুস্থ করণ ১৮ ও গ্রীষ্টের পশ্চাদগামী হওনের ব্যবস্থা ২৩ ও ঝড়ের নিবারণ ২৮ ও ভূত ছাড়াওন । যখন তিনি পৰ্ব্বতহইতে নামিতেছিলেন, তখন বহু লোক ১ তাহার পশ্চাদগমন করিল । আর এক জন কুষ্ঠা আসিয়া ২ র্তাহাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভো, যদি আপনকার ইচ্ছা হয়, তবে আমাকে পরিস্কৃত করিতে পারেন । তাহাতে যীশু হন্ত বিস্তার পূর্বক তাহার অঙ্গ স্পর্শ করিয়া ও কহিলেন, আমার ইচ্ছা আছে, তুমি পরিষ্কৃত হও । তাহাতে সে তৎক্ষণাৎ কুষ্ঠহইতে পরিষ্কৃত হইল। পরে যীশু ৪ তাহাকে কহিলেন, সাবধান, এ কথা কাহাকেও কহিও না, কিন্তু যাজকের নিকটে গিয়া আপনাকে দেখাও, এবং লোকদিগকে প্রমাণ দিবার নিমিত্তে মূসাকর্তৃক নিৰূপিত যে দান, তাহ উৎসর্গ কর । তদনন্তর যীশু কফর্নাহুম্ নামক নগরে প্রবিষ্ট হইলে ৫ এক শতসেনাপতির্তাহার নিকটে আসিয়া বিনতি পূৰ্ব্বক 20