পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। _S\ళి ৫ ১ বিশ্বাস করিয়া চলিয়া গেল ! যাওন কালে পথের মধ্যে দাসের তাহার সাক্ষাৎ পাইয়। কহিল, তোমার পুত্ৰ ৫২ বঁচিল । তাহাতে কোন অবধি রোগের প্রতীকার আরম্ভ হইয়াছে, ইহা জিজ্ঞাসা করিলে পর তাহার। বলিল, কল্য দুই প্রহর আড়াই দণ্ডের সময়ে তাহার জ্বরত্যাগ ৫৩ হইয়াছে । তখন যীশু যে সেই দণ্ডে কহিয়াছিলেন, ‘তোমার পুত্ৰ বঁ।চিল, পিতা তাহ বুঝিয়া সপরিবারে ৫ ৪ বিশ্বাস করিল । যিহুদা দেশহইতে গালীলেতে আসিয়া যীশু এই দ্বিতীয় অণশচর্য্য কৰ্ম্ম করিলেন । ৫ অধ্যায় । ১ বিশুমবারে আটত্রিশ বৎসর রোগগুস্ত মনুষ্যকে সুস্থ করণ ১৪ ও যিহুদীয়দের প্রতি স্ত্রীষ্টের অনুযোগ ও শিক্ষা দেওন ৩১ ও খ্রীষ্টের বিষয়ে যোহনের ও পিতার ও ধর্মশাস্ত্রের সাক্ষ্য । ১ অনন্তর যিহুদীয়দের পর্ব উপস্থিত হইলে যীশু যিৰূ ২ শালমে গেলেন । যিৰূশালম নগরে মেষদ্বারের নিকটে ইত্ৰীয় ভাষাতে বৈথেসৃদ নামে পাচ ঘাট বিশিষ্ট ৩ এক পুষ্করিণী ছিল । তাহার সেই সকল ঘাটেতে জলকম্পনের অপেক্ষা করিয়া অন্ধ ও খঞ্জ ও শুষ্কাঙ্গ ৪ প্রভৃতি অনেক রোগ লোক পড়িয়া থাকিত । কেননা বিশেষ সময়ে ঐ সরোবরে এক স্বর্গদূত নামিয়া জলকম্পন করিত ; সেই জলকম্পনের পরে যে কেহ প্রথমে জলেতে নামিত, তাহার যে কোন রোগ হউক, তাহাহ৫ ইতে সে মুক্তি পাইত । তৎকালে আটত্রিশ বৎসরাবধি ৬ রোগগ্ৰস্ত এক জন সেই স্থানে ছিল । যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও বহুকালের রোগী জানিয়া ৭ কছিলেন, তুমি কি সুস্থ হইতে বাঞ্ছা কর? তাহাতে সে রোগী কহিল, হে মহাশয়, যখন জল কম্পিত হয়, 293