পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* >b〜 যোহনলিখিত সুসমাচার। [৬ অধ্যায় । করণকপ র্ত হার অশ্চির্য্য কৰ্ম্ম দেখিয়। অনেক লোক র্তাহার পশ্চাৎ গেল । এবং যীশু এক পৰ্ব্বতারোহণ করিয়া সে স্থানে শিষ্যদের সহিত বসিলেন। তখন নিস্তরপর্ব নামে যিহুদীয়দের এক পৰ্ব্ব উপস্থিত হইল। আর যীশু চক্ষু তুলিয়া অনেক ২ লোককে আপনার নিকটে আসিতে দেখিয় ফিলিপকে জিজ্ঞাসা করিলেন, ইহাদের ভোজনের নিমিত্তে আমির খাদ্যসামগ্রী কোথায় ক্রয় করিতে পাইব ? এ কথা তাহার পরীক্ষার নিমিত্তে কহিলেন ; কিন্তু কি করিবেন, তাহ। আপনি জানিলেন । ফিলিপ উত্তর করিল, ইহাদের প্রত্যেক জন যদি আপ২ পায়, তথাচ দুই শত সিকির রুট হইলেও অকুলান হইবে । পরে শিমোন পিতরের ভ্রাতা আন্দ্রিয় নামে শিষ্যদের এক জন কহিল, এ স্থানে এক বালকের নিকটে পাঁচটা যবের রুট এবং দুই ক্ষুদ্র মৎস্য আছে; কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে ? পরে যীশু কহিলেন, লোকদিগকে বসাইয় দেও ! সে স্থানে অনেক ঘাস থাকাতে নূ্যনাতিরেক পাচ সহস্র পুরুষ ভূমিতে বসিল । তাহাতে যীশু সেই রুটা লইয়া ঈশ্বরের গুণানুবাদ পূর্বক শিষ্যদিগকে দিলেন ; তাহাতে শিষ্যের সেই উপবিষ্ট লোকদিগকে রুট এবং যথেষ্ট মৎস্য দিল । অপর তাহারা তৃপ্ত হইলে তিনি শিষ্যদিগকে কছিলেন, ইহার কিছু অপচয় যেন না হয়, এই নিমিত্তে অবশিষ্ট সকল একত্র কর । তাহাতে সকলের ভোজনের পর তাহার। সেই পচি যবের রুটীর অবশিষ্ট সকল একত্র করিয়া বারো ডালি পূর্ণ করিল । এবং যীশুর এতদ্রুপ আশ্চৰ্য্য কৰ্ম্ম দেখিয়া লোকেরা বলা বলি করিল, জগতে র্যাহার আগমন হইবে, ইনি অবশ্য 298 - - V, b ≤ > ネ > Nう X 8