পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যোহনলিখিত সুসমাচার। [ ও অধ্যায়। مهني জন্যে নয়, কিন্তু রুট খাইয়া তৃপ্ত হইয়াছ, এই জন্যে আমার অন্বেষণ করিতেছ। ক্ষয়ণীয় ভক্ষ্যের নিমি- ২৭ ত্তে শ্রম করিও না, কিন্তু অনন্ত পরমায়ুদায়ি ভক্ষ্যের নিমিত্তে শ্রম কর ; আর মনুষ্যপুত্র তোমাদিগকে তাদৃশ ভক্ষ্য দিবেন, তাহার বিষয়ে পিতা ঈশ্বর প্রমাণ দিয়াছেন । তখন তাহারা জিজ্ঞাসিল, ঈশ্বরের অভিমত ২৮ কৰ্ম্ম করিতে আমাদের কি করা কর্তব্য ? তাহাতে যীশু ২৯ উত্তর করিলেন, ঈশ্বর র্যাহাকে প্রেরণ করিয়াছেন, ত:হাতে বিশ্বাস করা, এই ঈশ্বরের অভিমত কৰ্ম্ম । তখন ৩ • তাহারা কহিল, তুমি এমন কি লক্ষণ দেখাইতেছ, যে তাহা দেখিয়া তোমাতে বিশ্বাস করিব ? তুমি কি কৰ্ম্ম করিতেছ? আমাদের পিতৃলোক প্রান্তরে মান্না খাইতে ৩১ পাইয়াছিল, যেমন লিপি আছে, “তিনি ভক্ষ্যার্থে তা“হাদিগকে স্বৰ্গ হইতে খাদ্য দিলেন ।” তখন যীশু কহি- ৩২ লেন, আমি তোমাদিগকে অতি যথার্থ কহিতেছি, মূসা তোমাদিগকে স্বৰ্গীয় ভক্ষ্য দেয় নাই, কিন্তু আমার পিতা তোমাদিগকে স্বগের প্রকৃত ভক্ষ্য দিতেছেন । যে স্বৰ্গহইতে নামিয় জগতের পরমায়ুর্দায়ক হয়, সেই ঈশ্বরের দত্ত ভক্ষ্য । তখন তাহার। কহিল, হে প্রভো, এই ভক্ষ্য অামাদিগকে নিত্য২ দিউন । যীশু কহিলেন, আমিই পরমায়ুর ভক্ষ্যস্বৰূপ; যে জন আমার নিকটে আইসে, সে কদাচ ক্ষুধাৰ্ত্ত হইবে না ; আর ষে জন আমাতে প্রত্যয় করে, সে কখনও তৃষ্ণাৰ্ত্ত হইবে না। আমাকে দেখিয়াও তোমরা বিশ্বাস কর না, ইহা অামি ৩৬ তোমাদিগকে কহিলাম । পিতা অামাকে যত লোক ৩৭ দিয়াছেন, সে সকলেই আমার নিকটে আসিবে; এবং যে কেহ আমার নিকটে আসিবে, তাহাকে আমি কোন 300 Nじ סי Nじ S Nう (t