পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NలిeN) যোহনলিখিত সুসমাচীর । [৭ অধ্যায় । বিশ্রামবারে এক মনুষ্যকে সম্পূৰ্ণৰূপে সুস্থ করিলাম, তাহার নিমিত্তে তোমরা কি আমার প্রতি ক্রোধ করিতেছ ? পক্ষপাত পূর্বক বিচার না করিয়া যথার্থ বিচার কর । ২৪ তখন যিৰূশালম নিবাসি কএক জন কহিল, যে ব্য- ২৫ ক্তিকে বধ করিতে চেষ্টা করে, সে কি এ নয় ? কিন্তু ২৬ দেখ, নিৰ্ভয়ে কথা কহিলেও কেহ কিছু বলে না; ইনিই অভিষিক্ত ত্ৰাতা বটেন, অধ্যক্ষের কি এমন নিশ্চিত জ্ঞান করে ? এ মনুষ্য কোথাহইতে আইল, তাহ আ- ২৭ মরা জানি ; কিন্তু অভিষিক্ত ত্রত আইলে তিনি কোথাহইতে আইলেন, তাহ কেহ জানিতে পরিবে না । তখন যীশু মন্দিরের মধ্যে উপদেশ দিতে ২ উচ্চৈঃস্বরে ২৮ কহিলেন, তোমরা কি আমাকে জান ? এবং কোথাহইতে আইলাম, তাহাও কি জান ? অামি তাপন হইতে আসি নাই ; কিন্তু যিনি সত্যবাদী, তিনিই আমাকে প্রেরণ করিলেন । র্তাহাকে তোমরা জান না ; আমি ২৯ তাহাকে জানি, আমি তাহার নিকটহইতে প্রেরিত হইয়া আসিয়াছি । তাহাতে যিহুদীয়েরা তাহাকে ধরিতে ৩০ উদ্যত হইলেও কোন কেহ তাহার গাত্রে হাত তুলিল না, যেহেতুক তখন তাহার সময় উপস্থিত হয় নাই । পরন্তু অনেক ইতর লোক র্তাহার প্রতি বিশ্বাস করিয়া ৩১ কহিল, অভিষিক্ত ত্ৰাতা আসিয়৷ এই মনুষ্যের ক্রিয়াপেক্ষায় কি অধিক অশ্চির্য্য কৰ্ম্ম করিবেন ? পরে লোকেরা তাহার বিষয়ে এমন বাদানুবাদ করি ৩২ তেছে, ফিৰশিবগ ইহা শুনিলে তাহার ও প্রধান যাজকেরা তাহাকে ধরিয়া আনিবার নিমিত্তে পদাতিকগণকে পাঠাইয়া দিল । তাহাতে যীশু তাহাদিগকে কহি- ৩৩ লেন, আমি আর অলপ দিন তোমাদের সঙ্গে থাকিয়৷ 306