পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] যোহনলিখিত সুসমাচার। ৩০১ ৬ আপনি কি তাজা করেন ? তাহার অপবাদ দিতে পরীক্ষ ভাবে তাহার এই কথা জিজ্ঞাসিল ; কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলীদ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন । ৭ তাহাতে তাহারা পুনঃ২ জিজ্ঞাসা করিলে তিনি গাত্রোথান করিয়া কহিলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নি৮ দোষ, সেই প্রথমে ইহাকে প্রস্তরাঘাত করুক। পরে তিনি পুনৰ্ব্বার হেঁট হইয়। ভূমিতে লিখিতে লাগিলেন । ৯ এ কথা শুনিয়া মহান ও ক্ষুদ্র লোক সকলেই আপন ২ মনে প্রবোধ পাইয়। একে২ বাহিরে গেল ; তাহাতে যীশু একাকী ত্যক্ত হইলেন, এবং মধ্যস্থানে দণ্ডায়ম১০ ন৷ ঐ স্ত্রী থাকিল । অনন্তর যীশু গাত্রোর্থান করিয়৷ ঐ স্ত্রীলোক ব্যতিরেক আর কাহাকেও না দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে নারি, তোমার অপবাদকের কোথায় ? তোমার দণ্ড কি কেহই দেয় নাই ? সে ১ ১ কহিল, কেহ না, প্রভো । তখন যীশু কহিলেন, আমিও দিব না ; যাও, আর পাপকৰ্ম্ম করিও না । ১২ - পরে যীশু আরবার লোকদিগকে এই ৰূপ কহিতে লাগিলেন, আমি জগতের জ্যোতিঃস্বৰূপ; যে ব্যক্তি অামার পশ্চাদ্বত্তীর্ণ হয়, সে অন্ধকারে ভ্রমণ না করিয়া ১৩ জীবনৰূপ দীপ্তি পাইবে । তাহাতে ফিৰশিরা কহিল, তুমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিতেছ, এই জ১ ৪ ন্যে তোমার সাক্ষ্য গ্রাহ্য নহে । তখন র্যীশু উত্তর করিলেন, যদ্যপি আপনার বিষয়ে আমি আপনি সাক্ষ্য দি, তত্ৰাপি সে সাক্ষ্য গ্রাহ্য ; যেহেতুক কোথাহইতে আসিয়াছি এবং কোথায় যাই, তাহ আমি জানি ; কিন্তু কোথাহইতে আসিয়াছি এবং কোথায় যাই, তাহ ১৫ তোমরা জান না । তোমরা লৌকিক বিচার করিতেছ ; 309