পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ মথিলিখিত সুসমাচার | [৮ অধ্যায়। গণকে ছাড়াইলেন, এবং সৰ্ব্ব প্রকার পীড়িতদিগকে সুস্থ করিলেন । তাহাতে “ তিনি আমাদের দুর্বলতা সকল ১৭ “ ধারণ করিলেন ও ব্যাধি সকল লইলেন,” এই যে কথা যিশয়িয় ভবিষ্যদ্বক্তাদ্বারা উক্ত হইয়াছিল, তাহ তখন श्लिक् क्र्ल् । পরে যীশু চতুর্দিকে লোকসমূহকে দেখিয়া হ্রদের পারে ১৮ যাইতে শিষ্যগণকে আজ্ঞা করিলেন । সেই সময়ে এক ১৯ জন অধ্যাপক আসিয়া কহিল, হে গুরো, আপনি যে কোন স্থানে যাইবেন, আমিও সেই স্থানে আপনকার পশ্চাৎ যাইব । তাহাতে যীশু তাহাকে কছিলেন, শৃগা- ২৭ লের গর্ত আছে, এবং আকাশীয় পক্ষিগণের বাস। আছে ; কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই । অনন্তর অার এক শিষ্য র্তাহাকে বলিল, হে প্রভো, অগ্রে ২১ পিতাকে কবর দিতে আমাকে যাইতে অনুমতি দিউন । তাহাতে যীশু কহিলেন, মৃতদের কবর মৃতের দিউক তুমি ২২ আমার পশ্চাৎ আইস । অনন্তর তিনি নৌকাতে আরোহণ করিলে তাহার শিষ্য- ২৩ গণ র্তাহার পশ্চাৎ গমন করিল । পরে সাগরে এমনি ২৪ প্রবল ঝড় উঠিল, যে মহাতরঙ্গেতে নেীক আচ্ছন্ন হইল ; কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন । অতএব শিষ্যগণ র্তাহার ২৫ নিকটে গিয়া তাহাকে জাগ্রৎ করিয়া কহিল, হে প্রভো, আমরা মরি, অামাদের প্রাণ রক্ষা করুণ । তখন তিনি ২৬ তাহাদিগকে কহিলেন, হে অপবিশ্বাসিরা, তোমরা এত শঙ্কাকুল হও কেন ? পরে তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে তর্জন করিলেন ; তাহাতে অত্যন্ত নিৰ্ব্বাত হইল। এবং ২৭ লোকেরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, আঃ ! বায়ু ও সমুদ্র ইহার আজ্ঞা মানে! ইনি লয়।