পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nర్చి যোহনলিখিত সুসমাচার। [৮ অধ্যায়। আমার কথা তোমাদের অন্তঃকরণে স্থান পায় না, এই হেতুক আমাকে বধ করিতে চেষ্টা করিতেছ। অামি ৩৮ আপনার পিতার নিকটে যাহা দেখিয়াছি, তাহাই কহিতেছি ; আর তোমরাও আপনাদের পিতার নিকটে যাহা দেখিয়াছ, তাহা করিতেছ। তখন তাহারা উত্তর করিল, ইব্রাহীম আমাদের পিতা । তাহাতে যীশু কহিলেন, তোমরা যদি ইব্রাহীমের সন্তান হইত, তবে ইব্রাহীমের সদৃশ আচরণ করিতা । ঈশ্বরের প্রমুখাৎ সত্য কথা শ্রবণ করিয়া তোমাদিগকে জানাইতেছি যে তামি, আমাকেই বধ করিতে চেন্টা করিতেছ; ইব্রাহীম এমত কৰ্ম্ম করে নাই ; তোমরা আপনাদের পিতার কৰ্ম্ম করিতেছ । তখন তাহারা কহিল, আমরা বিজন্ম নহি ; আমাদের একই পিতা আছেন, তিনি ঈশ্বর 1 তাহতে যীশু কছিলেন, ঈশ্বর যদি তোমাদের পিতা হইতেন, তবে অামাকে প্রেম করিতা, কেননা আমি ঈশ্বরহইতে নির্গত হইয়া আসিয়াছি ; আপনাহইতে আসি নাই, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন । তোমরা অামার ভাযা বুঝ না কেন ? কারণ তোমরা আমার কথা সহিতে পার না । তোমরা আপনাদের পিতা শয়তানের সন্তান, এবং তোমাদের সেই পিতার অভিলাষ পূর্ণ করিতেছ ; সে প্রথমাবধি নরহত্যাকারী ; তাহার অন্তরে সত্যতা নাই, এই জন্যে সে সত্যতাতে থাকে না ; সে যখন মিথ্যা কহে, তখন আপন স্বভাবানুসারেই কথা কহে, কেনন সে মিথ্যাবাদী ও মিথ্যার উৎপাদক । আমি সত্য কথা কহিতেছি, এই নিমিত্তে তোমরা আমাকে প্রত্যয় কর না । অামাতে পাপ আছে, তোমাদের মধ্যে কে এমন প্রমাণ দিতে পারে ? আর যদি সত্য কথা কহি, 312 N○。 8 × 8 R. 8Nう 8 8 8 ☾ 8 V,