পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। ২৩ ২৮ অনন্তর তিনি পার হইয়া গিদেরীয় দেশে উপস্থিত হইলে ভূতগ্রস্ত দুই জন কবরস্থানহইতে বহির্গত হইয়। র্তাহার সহিত সাক্ষাৎ করিল ; তাহারা এমনি প্রচণ্ড ছিল, ২৯ যে ঐ স্থান দিয়া কেহই যাইতে পারিত না । তাহারা উচ্চৈঃস্বরে কহিল, হে ঈশ্বরের পুত্র যীশু, তোমার সহিত আমাদের সম্পর্ক কি ? তুমি কি নিৰূপিত সময়ের পূৰ্ব্বে ৩০ অামাদিগকে যন্ত্রণ দিতে এ স্থানে আইলা ? তৎকালে তাহাদের কিছু দূরে শূকরের এক বৃহৎ পাল চরিতে৩১ ছিল । তাহাতে ভূতেরা বিনতি করিয়া কহিল, যদি আমাদিগকে ছাড়াও, তবে ঐ শূকরপালে আশ্রয় লইতে ৩২ অামাগিদকে অনুমতি দেও ! তখন যীশু কহিলেন, যাও; পরে তাহারা বহির্গত হইয়া শূকরদিগের আশ্রয় লইল, তাহাতে ঐ সমুদয় শূকর গড়ান স্থান দিয়া মহাবেগেতে ৩৩ দৌড়িয়া সমুদ্রের জলে ডুবিয়া মরিল । পরে শূকরপালকেরা পলাইয়। নগর মধ্যে উপস্থিত হইয়া ঐ ভূতগ্রস্ত ৩৪ মনুষ্য প্রভৃতির সমস্ত বৃত্তান্ত কহিল । তাহাতে নগরস্থ তাবৎ লোক যীশুর সহিত সাক্ষাৎ করিতে বাহিরে আইল, এবং তঁহাকে দেখিয়া, আপনি আমাদের সীমাহইতে প্রস্থান করুন, এই প্রার্থনা করিল। ৯ অধ্যায় । ১ পক্ষাঘাতিকে সুস্থ করণ ও পাপক্ষম করণ ৯ ও মথির আহ্বান ১০ ও তাহার গৃহে ভোজ ১৪ ও উপবাস না করণের কারণ কথা ১৮ ও প্রদর রোগিণীকে সুস্থ করণ ২৩ ও অধ্যক্ষের মৃত কন্যার জীবন দান ২৭ ও দুই অন্ধ লোককে চক্ষু দেওন ৩২ ও ভূতগুস্ত গোঙ্গার সুস্থ করণ ৩৫ ও দীনহীনের প্রতি শ্রীষ্টের দয়া করণ। ১ অনন্তর যীশু নৌকায় আরোহণ করিয়া পুনশ্চ পার ২ হইয়া নিজ গ্রামে আইলেন । পরে কতক লোক এক পক্ষাঘাতিকে খাটের উপরে শয়ন করাইয় তাহার নিকটে 23